‘বর্ডার ২’ ছবির প্রথম পোস্টারে সানি দেওলের বিদ্রোহী রূপ প্রকাশ্যে আসার পর সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। আর তাই, নির্মাতা ‘টি-সিরিজ’ এবং ‘জেপি ফিলমস’ সম্প্রতি বরুণ ধাওয়ানের বহু প্রতীক্ষিত ফার্স্ট লুক উন্মোচন করেছে। এই পোস্টারও ভক্তদের খুশি করবে বলে মনে করছেন এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকে।
পোস্টারটিতে বরুণ ধাওয়ানকে যুদ্ধক্ষেত্রে একজন ভারতীয় সৈনিকের কঠোর এবং সাহসি রূপে দেখানো হয়েছে। হাতে বন্দুক নিয়ে অ্যাকশন-চার্জড ফ্রেমে ক্যামেরাবন্দি হয়েছেন বরুণ। এই পোস্টার জাতির বীরদের সাহস এবং চেতনাকে মূর্ত করে তুলেছে। সেনাবাহিনীর পোশাক এবং হিংস্র চেহারায় বরুণের পোস্টারটি ‘বর্ডার ২’-র শক্তি এবং আবেগকে প্রতিফলিত করেছে বলেই মনে করছেন অনেকে। বরুণকে আগে কখনও এমন রূপে দেখা যায়নি।
এই নতুন পোস্টারটি আবেগঘন সফরের আরও একটি আলোড়নকারী অধ্যায় যোগ করেছে, সাহস, ভ্রাতৃত্ব এবং ত্যাগের উত্তরাধিকারকে সামনে রাখা হয়েছে, যা এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন সিনেমাপ্রেমীরা। বরুণ ধাওয়ানের প্রভাবশালী ফার্স্ট লুকের মাধ্যমে, ‘বর্ডার ২’ ২০২৬ সালে মেগাহিট হবে বলেও মনে করছেন এই ছবির সঙ্গে যুক্ত সকলেই।
দেশাত্মবোধের বিষয়নির্ভর এই ছবিটি নতুন প্রজন্মকে সাহস জোগাবে বলে আশাপ্রকাশ করেছেন পরিচালক এবং প্রযোজক। অনুরাগ সিং পরিচালিত, ‘বর্ডার ২’ ছবিতে সানি দেওল এবং বরুণ ধাওয়ান ছাড়াও, বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মেধা রানা, মোনা সিং এবং সোনম বাজওয়ার।
এই হিন্দি ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারী অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে (পরাক্রম দিবস/ দেশপ্রেম দিবস) মুক্তি পাবে বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
‘বর্ডার ২’-র নিবেদক টি-সিরিজ এবং সহায়ক জেপি দত্তের ‘জেপি ফিল্মস’। ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত এই ছবিটির সাফল্যের বিষয়ে ভীষণ আশাবাদী বলেও জানানো হয়েছে। অনুরাগ সিং পরিচালিত, এই ছবিটি ভারতীয় সৈন্যদের বীরত্ব এবং অদম্য চেতনাকে সম্মান জানানোর ঐতিহ্য অব্যাহত রাখবে, যা দর্শকদের দেশপ্রেম, সাহস এবং ত্যাগের এক আবেগঘন মুহূর্তে নিয়ে যাবে বলেও আশাপ্রকাশ করা হয়েছে।
‘বর্ডার ২’-র সম্পর্কে প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন, ‘এই ছবিটি ভারতীয়দের দেশপ্রেম জাগ্রত করবে এবং আবেগপ্রবণ করে তুলবে।’ পরিচালক অনুরাগ সিং এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ‘বর্ডার ২’-র মাধ্যমে ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নতুন প্রজন্মের সাহসিকতার উপর আলোকপাত করবে।’





