অ্যাকশন, আবেগ এবং রাজকীয় সাজপোশাকের মিশ্রণে নির্মিত ‘বৃষভা’ এমন এক মহাকাব্যিক সিনেমাটিক সফর, যা বাবা-ছেলের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে কালজয়ী গল্প বলার সারাংশ তুলে ধরতে চলেছে। ছবিটি মালয়ালম এবং তেলুগুতে একই সঙ্গে চিত্রায়িত। এই দুটি ভাষা ছাড়াও, হিন্দি এবং কন্নড় ভাষায় ‘বৃষভা’-র মুক্তির পরিকল্পনা করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন প্রযোজকরা। অতএব, প্রযোজকদের মতে, ‘বৃষভা’ ২০২৫ সালের সবচেয়ে স্মরণীয় সিনেমাটিক জার্নি হয়ে উঠতে চলেছে।
বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'বৃষভা'র নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে চলতি বছরের (২০২৫) ২৫শে ডিসেম্বর ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা ঘোষণা করেছেন, যা দর্শকদের আগের মতো সিনেম্যাটিক জার্নি সাকসেস করে তুলবে বলে মনে করছেন এই সিনেমার নির্দেশক এবং নির্মাতারা।
নন্দ কিশোরের রচনা ও পরিচালনায়, 'বৃষভা' প্রেম, নিয়তি এবং প্রতিশোধের এক মহাকাব্যিক কাহিনি, যা পিতা ও পুত্রের মধ্যে অটুট বন্ধনকে তুলে ধরবে।
বিশাল পরিসরে নির্মিত এই ছবিটির পোস্ট-প্রোডাকশন-এ প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। জানানো হয়েছে, অত্যাধুনিক ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, যা ছবিটির মান এবং সময় উভয়কেই উপযুক্ত করে তুলেছে। নির্মাতারা একটি যৌথ প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “আমরা মানের সঙ্গে কখনও আপস করি না। আমাদের প্রতিশ্রুতি সর্বদা দর্শকদের কাছে সর্বোত্তম সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদান করা। তাই, আমরা ২০২৫ সালের ক্রিসমাসে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা সারা বিশ্বের সমস্ত ভক্ত এবং সিনেমাপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত ফেস্টিভ-গিফট’ হবে।"

এই ঘোষণাকে স্মরণীয় করে তুলতে, নির্মাতারা একটি আকর্ষণীয় মোশন পোস্টার উন্মোচন করেছেন, যা ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তির আগে আনুষ্ঠানিক প্রচারের অঙ্গ হয়ে উঠেছে।
ছবিটিতে মোহনলাল, সমরজিৎ লঙ্কেশ, রাগিণী দ্বিবেদী, নয়ন সারিকা, অজয় এবং নেহা সাক্সেনার পাশাপাশি, অভিনয় করতে দেখা যাবে একদল নতুন প্রশিক্ষিত অভিনেতাকে। ‘বৃষভা’-র সংগীত পরিচালনা করেছেন স্যাম সিএস, সাউন্ড ডিজাইন করেছেন আকাদেমি পুরস্কার বিজয়ী রেসুল পুকুট্টি, সংলাপ লিখেছেন এস আর খান, জনার্দন মহর্ষি ও কার্তিক এবং অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন পিটার হেইন, স্টান্ট সিলভা, গণেশ এবং নিখিল।





