রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিও’ ছবির শুটিংয়ে তিনি ব্যস্ত ছিলেন চণ্ডীগড়ে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে চলছিল শুটিং। এরই মধ্যে বাধল বিপত্তি। করোনা আক্রান্ত হলেন ছবির মুখ্য অভিনেতা বরুণ ধাওয়ান ৷
এর আগে গুজব রটেছিল, করোনা আক্রান্ত হয়েছেন অনিল কপূর৷ কিন্তু পরে সেই খবরের সত্যতা অস্বীকার করেন তাঁর মেয়ে সোনম৷বরুণের খবরটা প্রকাশ পেতেই, এ নিয়ে অকারণ জল ঘোলা হওয়া বা আতঙ্ক ছড়ানোর আগে, আজ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন অভিনেতা৷ করোনা আক্রান্ত হওয়ার পর বরুণ স্বীকার করে নিয়েছেন, প্রোডাকশন হাউসের তরফে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্বেও, শুটিংয়ের সময় তাঁর নিজস্ব অসতর্কতার জন্যই করোনা আক্রান্ত হয়েছেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় বরুণ লিখেছেন, ‘অতিমারির মধ্যেই কাজে ফেরার পর আমি করোনায় আক্রান্ত হয়েছি৷ প্রোডাকশনের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ কিন্তু বর্তমান এই সময়ে সবকিছুই অনিশ্চিত৷ বিশেষত করোনার বিষয়টি৷ সবাইকে অনুরোধ, সতর্ক থাকুন৷ আমিও হয়তো আরও বেশি করে সতর্ক হতে পারতাম৷’ অর্থাৎ নিজের উদাহরণ দিয়েই তিনি মানুষকে প্রকারান্তরে সচেতন থাকতে বলছেন।
এর আগে করোনা মোকাবিলায় দেশবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বরুণ। পিএম কেয়ারস ফান্ডে ৩০ লক্ষ টাকা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদানও দিয়েছিলেন তিনি। পাশাপাশি মুম্বইয়ের গৃহহীন, দুঃস্থ মানুষদের এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের, খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন।
নিউ নর্মালে সার্বিক পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার পর, দিওয়ালির আগে বরুণ ধাওয়ানের সঙ্গে যুগ যুগ জিও-র শুটিংয়ে যোগ দিয়েছিলেন অনিল কপূর, কিয়ারা আডবাণী প্রমুখ৷ স্বামী ঋষির মৃত্যুর পর এ ছবির সূত্রেই সেটে ফিরেছেন নিতু কপূর। কিন্তু শ্যুটিং শুরুর পরেই টিম-এর কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায়, শুটিং বন্ধ করে দিতে হয় সাময়িক ভাবে। পরে আবার তা শুরু করা হলে অনেকটাই কাজ এগোয় এ ছবির।সম্প্রতি ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। বর্তমানে ছবির দুই মুখ্য চরিত্র করোনায় আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি সিনেমার শুটিং বন্ধ করে দিতে হল। কোভিড আক্রান্ত এই দুই তারকা, নীতু কাপুর ও বরুণ ধাওয়ান ছাড়া আর কেউ নন। ইতিমধ্যেই বরুণকে সুস্থ হওয়ার জন্য শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন তাঁর অনুরাগীরা৷
এদিকে সুরক্ষাবিধি মেনে, সেটে ক্রিউ মেম্বাররা সকলে পিপিই কিট, মাস্ক, গ্লাভস ব্যবহার করে। এত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেও কীভাবে নীতু ও বরুণ করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন নির্মাতারা। যতদিন না তারকারা সকলে সেরে না উঠছেন, ততদিন সিনেমার শুটিং বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।