শারদোৎসবের কটা দিন যে আপামর বাঙালির কাছেও স্পেশাল– তা আর বলার অপেক্ষা রাখে না। কমবেশি সবারই লক্ষ্য থাকে অন্যান্য সময়ের তুলনায় এই কটা দিন একটু ডিফারেন্ট লুক পেতে। একটু আকর্ষণীয় হয়ে উঠতে, যাতে পার্টনার নজর না ফেরাতে পারে। সেই জন্যই রইল অনন্য হয়ে ওঠার ৩টি সান্ধ্য মেক-আপ টিপস।
গ্রিন-আইজ অ্যান্ড পিচ লিপস লুকস -
অক্টোবর-এর প্রায় মাঝামাঝি দুর্গোৎসব থাকার ফলে আবহাওয়ায় একটা পরিবর্তন আসবে যার কারণে ত্বকে তার প্রভাব পড়বে। বাতাসে আদ্রতা কমে আসতেই ত্বক ড্রাই হতে আরম্ভ হবে। ড্রাইনেস দূর করার জন্য প্রথমেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকের গ্লসি ভাব বজায় রাখতে ফিকশন স্প্রে মাস্ট। এই স্প্রে ব্যবহার করা হয় মূলত বেস শাইনিং-এর জন্য। এরপর অল্প ক্রিম দিয়ে এক কোট প্রাইমার করে নিন। পরে সুপার ব্যালেন্সড্ ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন। তারপর স্পঞ্জ দিয়ে অ্যালাবেস্টার কালার নিয়ে কান, ঘাড় আর লাইন এরিয়া-য় অ্যাপ্লাই করে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। এবার টান্সলুসেন্ট পাউডার স্মাজ করে নিন।
তবে একটা বিষয় মাথায় রাখবেন, কখনওই ফাউন্ডেশন চোখের উপরের পাতায় লাগাবেন না। যদি চোখের চারপাশে কালো ভাব অর্থাৎ ডার্ক সার্কল থাকে সেক্ষেত্রে ম্যাক এর এনসি-৪৫ আর এনসি-৩০ দারুণ কার্যকরী। এরপর প্রথমে লাইট এবং পরে ডার্ক অরেঞ্জ টোন-এর কনসিলার প্রয়োগ করে যথাযথ ভাবে সেট করুন। যদি স্কিন ড্রাই আর বলিরেখা যুক্ত হয়, তাহলে ক্রিম বেসড্ কনসিলার-ই বাছুন। ডার্ক স্কিন-এর উপর অরেঞ্জ আর পিচ কালার একেবারে পারফেক্ট। ফেয়ার স্কিন-এর জন্য ইয়েলো টোন ব্যবহার করুন।
১) আই মেক-আপ করার আগে আই বেস লাগিয়ে নিতে ভুলবেন না। বেস ফোঁটা ফোঁটা করে লাগিয়ে, তারপর ভালো ভাবে ব্লেন্ড করে নিন।
২) আইব্রো-র উপর সবসময় ব্রাউন শ্যাডো নীচ থেকে রিজনিং করতে করতে লাগান।
৩) আইব্রো দুটিকে সুন্দর করতে কালো রঙের জেল লাইনার নীচের দিকে অর্থাৎ পয়েন্টিং এরিয়ায় লাগান।