কর্পোরেট মেক-আপ

কর্পোরেট জব-এর সঙ্গে যুক্ত এমন প্রতিটি মহিলারই মেক-আপ এমন হওয়া উচিত, যাতে কনফিডেন্স লেভেল ভরপুর মাত্রায় বজায় থাকে এবং স্মার্ট লুক চলে আসে।

কীভাবে করবেন মেক-আপ

সবার আগে ভালো করে ত্বক পরিষ্কার করে মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। পরে এসপিএফ-১৮ ফ্লুইড-যুক্ত টিন্ট লোশন লাগিয়ে নিন। ত্বকে দাগছোপ থাকলে কনসিলার প্রয়োগ করুন। বেস নিজের স্কিন টোন অনুযায়ী-ই ব্যবহার করুন সঙ্গে কমপ্যাক্ট পাউডার। ত্বকের রং ও টেক্সচারে সমতা আসবে।

আইজ মেক-আপ

কর্পোরেট ওয়ার্ল্ড-এ নিজেকে প্রেজেন্ট করার জন্য স্মোকি-আইজ-ই পারফেক্ট। বাছুন ব্রাউন গ্রে শেড। পোশাকের সঙ্গে কনট্রাস্ট করে লাইনার লাগান। অ্যাইল্যাসেজ-এর উপর মাসকারা লাগাতে ভুলবেন না। তবে মাসকারা ওয়াটার-বেসড হওয়াটাই বাঞ্ছনীয়।

লিপ, চিক মেক-আপ

আপনি যদি ফ্রন্ট অফিস সামলান, ক্লায়েন্ট সার্ভিসিং করেন কিংবা এয়ার হোস্টেজ হন, সেক্ষেত্রে গ্লসি ডার্ক লিপস্টিক-ই যথাযথ আর চিক্স-এর উপর পিংক ব্লাশার একেবারে পারফেক্ট। তবে ব্লাশার ভালো করে স্মাজ করে নিতে ভুলবেন না। নয়তো অফিস বা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে লাইট শেডের লিপস্টিক-ই মানানসই।

হেয়ারস্টাইল

স্মার্ট লুক পেতে পোশাক-আশাকের পাশাপাশি মেক-আপ যেমন জরুরি, তেমনই গুরুত্বপূর্ণ হল হেয়ারস্টাইলও। কর্পোরেট সেক্টার-এর সঙ্গে যুক্ত মহিলাদের হেয়ারস্টাইলে নিট লুক থাকাটা জরুরি। সেক্ষেত্রে যাদের ছোটো চুল, তারা সামনের দিকের অর্ধেক চুল উপর দিকে তুলে পিন করে নিন, বাকিটা ঘাড়ের উপর খোলা ছেড়ে দিন। আর লম্বা চুলের ক্ষেত্রে উঁচু পনি-ই আদর্শ। ব্লেজার বা ফর্মাল ওয়্যারের সঙ্গে ফ্রেঞ্চ রোলও করতে পারেন।

কারেক্টিভ মেক-আপ -

এই মেক-আপ মূলত অ্যাংকার, নিউজ রিডারদের জন্যই বেস্ট মনে করা হয়।

বেস নির্বাচন

প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর ব্রাশ দিয়ে ত্বকে প্রাইমার লাগান। স্কিন টোন অনুযায়ী ডার্মা বেস কালার-ই নির্বাচন করুন। ডার্মা বেস-এর সঙ্গে কয়েকফোঁটা মেক-আপ ব্লেন্ড মিশিয়ে, লিকুইড ফর্মে আনুন। তারপর আঙুলের ডগার সাহায্যে ফোঁটা ফোঁটা আকারে পুরো মুখে লাগানোর পর ভালো ভাবে স্মাজ করে নিন। ডার্মা-র কালার যেহেতু একটু ডার্ক, ওটা দিয়ে কন্টুরিং করে নিন। এছাড়া ব্রাউন আইশ্যাডো দিয়েও কন্টুরিং করা যেতে পারে। শেষে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পাফ করে নিন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...