বিয়ের আগে রাতারাতি গ্ল্যামারাস হয়ে ওঠার ইচ্ছে হয় হবু কনের। এই কারণে নিজের ত্বককে আরও সুন্দর, উজ্জ্বল ও মোহময়ী করে তোলার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত। অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে থাকলে ত্বকের মেলানিন কালচে হয়ে যায়। তাই ত্বককে বাইরের দূষণ ও সূর্যের রশ্মি থেকে বাঁচাতে দৈনন্দিন যত্ন নেওয়া উচিত। পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করালে তা সময় ও অর্থ দুটিই ব্যয় করে। তাই বিয়ের দিন ঠিক হওয়ামাত্র একটা বিউটি রুটিন তৈরি করে নিন। ঘরে থাকা কয়েকটি জিনিসের মাধ্যমেই নিজের ত্বককে সহজেই সুন্দর করে তুলতে পারবেন।
কী কী তৈরি করবেন?
হোম ফেসিয়াল: বাড়িতে কয়েকটি উপকরণ থাকলে, সহজেই ফেশিয়াল কিট তৈরি করতে পারবেন। পার্লারের মতোই এফেক্ট নজরে পড়বে আর ত্বকের সংক্রমণের ভয়ও থাকবে না।
কী কী লাগবে: ঈষদুষ্ণ জল, ক্লিনজার, এক্সফলিয়েন্ট, তুলো, স্কিন টনিক, মাস্ক, শসার স্লাইস (ফ্রিজে রেখে ঠান্ডা করা), পরিষ্কার তোয়ালে।
হোমমেড ক্লিনজার: হাফ কাপ ওটমিল ও পরিমাণমতো দই একসঙ্গে মিশিয়ে নিন। এমন ভাবে মেশান যেন রাফ বা দানা ভাব না থাকে।
হোমমেড এক্সফলিয়েন্ট: এক কাপ চিনির সঙ্গে হাফ কাপ কলা চটকে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এটাই ত্বকের এক্সফলিয়েশনে সাহায্য করবে।
হোম মেড টোনার: শসা কুচিয়ে নিন। মুখের উপর ভেজা কাপড় রেখে, তার উপর শসার কুচিগুলো রাখুন। শসার রস ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট হিসাবেও কার্যকরী।
হোম মেড মাস্ক: ১ টেবল চামচ মধু, ১টা ডিমের সাদা অংশ, ১ চা চামচ গ্লিসারিন এবং ২ চা চামচ ময়দা নিয়ে একসঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে মাস্ক হিসাবে ব্যবহার করুন।
ফেসিয়ালের টুকিটাকি
O মাত্র আধঘণ্টা সময় বরাদ্দ করলেই একটু যত্ন নিতে পারবেন নিজের। তাই ফেসিয়াল করার সময় অন্য কাজের ভাবনা ছেড়ে রিল্যাক্সড থাকুন। এতে ভালো এফেক্ট পাবেন
O ফেসিয়াল শুরু করার আগে, সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বসুন, যাতে প্রক্রিয়া শুরু করার পর এটা-ওটা খুঁজতে না হয়। তাহলে পরিশ্রমটাই মাটি হবে