আপনি যদি আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে দেখেন এবং দেখার পর যদি মনে হয়, আপনার সৌন্দর্যের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হল— আপনার দুটি চোখ, তাহলে বাজিমাত করতে পারবেন অনায়াসে। কারণ, আপনার চোখের সৌন্দর্যে মোহিত হয়ে, জীবনের ওঠাপড়া-কে সহজতর করে দেবে আপনার চারপাশের মানুষজন। তবে চোখ দুটিকে সুন্দর করে তোলাটা খানিকটা নিজের মেক-আপ করার কৌশলের উপরেও নির্ভর করে। অর্থাৎ সঠিক মেক-আপ-এর জাদুবলে, অনায়াসে চোখের সম্মোহনী শক্তি বাড়িয়ে তোলা যায়। এবার জেনে নিন কীভাবে মেক-আপের সাহায্যে বাড়াবেন আপনার চোখের সৌন্দর্য।
প্রথমেই জেনে রাখা ভালো যে, চোখের মেক-আপের জন্য কয়েকটি জিনিস অত্যন্ত জরুরি। যেমন আইশ্যাডো ব্রাশ, আই অ্যাপ্লিকেটর, মাসকারা, কাজল পেনসিল, লিকুইড আইলাইনার, কমপ্যাক্ট আর ফাউন্ডেশন ক্রিম। এই উপকরণগুলির সাহায্যে চোখের সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে তোলা যায়। বর্তমানে চোখের মেক-আপের ফ্যাশন-এর সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হল— স্মোকি আইজ। পর্যায়ক্রমে সেই লুক আনবেন কীভাবে, রইল সেই পরামর্শ।
আইশ্যাডো নির্বাচন
সবচেয়ে আগে প্রয়োজন সঠিক আইশ্যাডো নির্বাচন করা। এক্ষেত্রে নিজের গায়ের রঙের ব্যাপারে সচেতন হওয়া একান্ত জরুরি। সাধারণত স্মোকি লুক-এর জন্য ব্ল্যাক আর গ্রে রং— দুটিই ব্যবহৃৎ হয়। কিন্তু আধুনিকারা মাত্র দুটি রঙেই আর সীমাবদ্ধ থাকতে চান না। তাই বেগুনি, কফি, ডার্ক পিংক, কপার, ডার্ক গ্রিন, ডার্ক ব্লু আর পার্পল রঙেরও সাহসী ব্যবহার চোখে পড়ছে।
আইশ্যাডোর রং যেমনই বাছুন না কেন, বেসিক শেড লাগানোর আগে নিজের স্কিন টোন, চোখের পাতার রং ইত্যাদি বিবেচনা করা বিশেষ জরুরি। আর সেই সঙ্গে যে-পোশাকটি পরছেন, তার রং সম্পর্কেও সচেতন থাকুন চোখের মেক-আপ শুরুর আগে। স্মোকি লুক-এর জন্য সামঞ্জস্যপূর্ণ দুটি রঙের আইশ্যাডোর পরত ব্লেন্ড করা হয়। দুটো রঙের ক্ষেত্রে একটা গাঢ়, অন্যটি একটু হালকা-শেড বেছে নেওয়া ভালো।
ধরুন যদি নীল রঙের উপর জোর দিতে চান তাহলে বেস কালার হিসাবে ব্ল্যাক আর গ্রে বাছুন। বিকল্পে বেগুনি, পার্পল বা ডার্ক ব্লু ব্যবহার করতে পারেন। যদি বাদামি রঙের লুক দিতে চান চোখ দুটিতে, তাহলে ব্ল্যাক, গ্রে, কপার বা কফি শেড নির্বাচন করুন আকাঙ্খিত স্মোকি লুক-এর জন্য।