বাতাসে শীতের আমেজ। হাওয়ার শুষ্কতা জানান দিচ্ছে শীতের আগমন। ফেস্টিভ মুড এবং শীতের রুক্ষতায় ব্যালেন্স করতে হবে সৌন্দর্য-কে। সেখানে কোনও আপস করা চলবে না। তার জন্য আগাম তৈরি রাখতে হবে নিজেকে। বিশেষ করে যত্নের প্রয়োজন ত্বক এবং চুলের। শীতের এই রুক্ষ আবহাওয়ায় চুলের যত্ন নেওয়া একান্ত কাম্য কারণ বাতাসে আর্দ্রতার অভাবে চুল ক্ষতিগ্রস্ত হয়। ঠান্ডার মরশুমে চুলের সৌন্দর্য অক্ষত রাখতে মেনে চলতে হবে কিছু সহজ উপায়–

ঘরোয়া উপায় 

  • চুল রুক্ষ হয়ে পড়লে জল বেশি খান, কারণ যত বেশি আপনি জল খাবেন ততই আপনার বডি হাইড্রেট থাকবে
  • একটি পাত্রে দুটি লেবুর রস বার করে তাতে একটু জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি আঙুলের সাহায্যে স্ক্যাল্পে হালকা করে মালিশ করুন। খানিক্ষণ রেখে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে
  • ডিম, চুলের জন্য একটি ন্যাচারাল কন্ডিশনার। একটি পাত্রে দুটি ডিম ভেঙে তার মধ্যে লেবুর রস এবং সামান্য অলিভ অয়েল মিশিয়ে, স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন
  • অ্যালোভেরা জুস এবং দই সমান মাত্রায় মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রাখুন এবং ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার এই পদ্ধতি মেনে চললে চুলের রুক্ষ ভাব একেবারে চলে যাবে
  • জোজোবা অয়েল, অলিভ অয়েল অথবা নারকেল তেল রুক্ষ চুলের জন্য খুবই উপকারী। সপ্তাহে অন্তত দু’বার-এর মধ্যে যে-কোনও তেল দিয়ে রাতে ভালো করে চুলে মালিশ করুন এবং পুরো মাথা কাপড় দিয়ে ঢেকে শুয়ে পড়ুন। সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন৷
  • বিশেষজ্ঞের মতামত, সপ্তাহে ২ থেকে ৩ বার নারকেল তেল,অ্যাভোকাডো অয়েল, ক্যাস্টর অয়েল এবং বাদাম তেল সমান মাত্রায় মিশিয়ে আঙুলের সাহায্যে হালকা করে স্ক্যাল্পে মালিশ করতে হবে। রাতভর মাথায় এটি লাগিয়ে রেখে সকালে শ্যাম্পু করে নিতে হবে। এর ফলে চুলে পর্যাপ্ত পুষ্টির জোগান থাকবে৷

ডায়েটে পরিবর্তন জরুরি

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...