উৎসব মানেই বয়সের তোয়াক্কা না করেই মেয়েরা সাজগোজের প্ল্যানিং শুরু করে দেন। কী পোশাক পরবেন, ট্র‌্যাডিশনাল হোক কি ওয়েস্টার্ন তার সঙ্গে জুয়েলারি কী পরলে মানাবে, পার্লারে গিয়ে কেমন হেয়ারস্টাইল হবে এবং বাড়িতেই মেক-আপের বিভিন্ন সরঞ্জাম কিনে আনার বিশেষ ধুম পড়ে যায়। কিন্তু মেক-আপের বিশেষ ধারণা না থাকলে অনেক সময়ে অনেকে মারাত্মক ভুল করে বসে এবং পুরো সাজটাই নষ্ট হয়ে যায়।

মেক-আপের ব্যবহার সম্পর্কে অনেকেরই কোনও স্পষ্ট ধারণা থাকে না। তাহলে চলুন বিউটি এক্সপার্ট ভারতী তনেজার থেকে জেনে নিই এমন কিছু বিউটি প্রোডাক্টস সম্পর্কে, যেগুলি আপনি নানা ভাবে ব্যবহার করে, আসন্ন উৎসবে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন।

কাজল পেনসিল দিয়ে বানান জেল আইলাইনার:

মনের মতো চোখ হাইলাইট করতে যেমন কাজলের দরকার পড়ে, তেমনি সৌন্দর্য বাড়াতেও এটি সাহায্য করে। মেক-আপ কিটে কাজল পেনসিল থাকা আবশ্যক। কিন্তু উৎসবের দিনগুলোয় নিজের Makeup আর একটু হাইলাইট করতে হলে প্রয়োজন আইলাইনার-এর। কাজল দিয়ে এই প্রয়োজন আপনি অনায়াসেই মেটাতে পারবেন।

কাজল পেনসিল-কে পেনসিল লাইনার-এর মতো ব্যবহার করতে পারেন। এতে চোখে যেমন বোল্ড লুক আসবে, তেমনি লাইনার ধেবড়ে যাওয়ার ভয়ও থাকবে না। মেক-আপ করার পদ্ধতি জানা না থাকলে এটিই সবথেকে ভালো উপায়। চোখের উপর জেল আইলাইনার লাগাতে ইচ্ছে করলে কাজল পেনসিল-কে মাইক্রো আভেন-এ তিন সেকেন্ড গরম করে একটু ঠান্ডা করে নিন। তারপর চোখের উপর অ্যাপ্লাই করুন। একদম জেল আইলাইনার লাগিয়েছেন বলে মনে হবে।

টিপ : ত্বক অয়েলি হলে জেল আইলাইনার আপনার জন্য পারফেক্ট কারণ এটি আপনার ত্বকে দীর্ঘ সময় টিকে থাকবে।

আইলাইনার দিয়ে টিপ বা বিন্দি : চোখে ব্যবহারের সঙ্গে সঙ্গে ওয়াটার প্রুফ কালারড আইলাইনার দিয়ে টিপ আঁকুন। এটা দিয়ে নানা ডিজাইন আঁকতে পারেন এবং দীর্ঘ সময় এটি টিকেও থাকবে।

টিপ : ওয়াটার প্রুফ আইলাইনার-ই কিনবেন কারণ এটি ছড়িয়ে পড়বে না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...