নানা কারণে চোখের সমস্যা বাড়ছে। তাই বাড়ছে চশমার ব্যবহার। আজকাল প্রায় ৪০ শতাংশেরও বেশি মানুষ চশমা পরেন। এর মধ্যে চশমাধারী মহিলাদের সংখ্যাটাও খুব কম নয়। কিন্তু কে-ই বা চান চোখে একটা বাড়তি বোঝা চাপাতে? তবুও চশমা পরতে হয় প্রয়োজনে। আর যে-সব মহিলা চশমা পরতে বাধ্য হন, তাদের মধ্যে অনেকেই মনে করেন, তাদের মুখমণ্ডল যতই সুন্দর হোক, চশমা পরলে আর তত আকর্ষণীয় লাগে না। এই সৌন্দর্যহীনতার বিষয়টি, তাদের আত্মবিশ্বাস কমাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অথচ চশমা হল ব্যক্তিত্বের সঙ্গী। কিন্তু আত্মবিশ্বাস না হারিয়ে, চশমাকে কীভাবে করে তুলবেন সৌন্দর্যের উপকরণ? উত্তরে জানাই, এই সমস্যা সমাধানের অন্যতম রসদ হল মেক-আপ।

চশমা এবং আত্মবিশ্বাস

চোখের সমস্যা দূর করার জন্য চশমা যখন পরতেই হবে, তখন আত্মবিশ্বাসের সঙ্গে তা পরতে হবে। আর এই আত্মবিশ্বাস বজায় রাখার জন্য, চশমার কথা মাথায় রেখে সঠিক মেক-আপ জরুরি। কারণ, চশমা পরতে যাদের ভালো লাগে না কিংবা যারা মনে করেন চশমা পরলে আকর্ষণ হারিয়ে যায়, তারা উপযুক্ত মেক-আপ-কে মাধ্যম করে সৌন্দর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন।

এ প্রসঙ্গে মনে রাখবেন, বিশ্বখ্যাত অনেক মহিলাই চশমা পরেন এবং উপযুক্ত মেক-আপ-এর মাধ্যমে, নিজেদের যথেষ্ট আকর্ষণীয় এবং ব্যক্তিত্বময়ী করে তোলেন।

পারফেক্ট মেক-আপ

চশমা পরেও নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কী ধরনের মেক-আপ জরুরি, তা জেনে নিন এবার।

কারেক্টর কনসিলারঃ  ডার্ক সার্কল এবং চশমার কারণে চোখ আরও কালো লাগে, তাই পিচ এবং ইয়েলো টোন কনসিলার ব্রাশ-এর সাহায্যে ভালো করে চোখের চারপাশে লাগান। এমনভাবে এই টোন ব্যবহার করুন, যাতে চোখের কোণ পর্যন্ত পৌঁছোয়।

ফাউন্ডেশন এবং পাউডারঃ  প্রথমে মুখের উপরের অংশ থেকে নীচ পর্যন্ত ভালো ভাবে ফাউন্ডেশন লাগান। চোখের কোণ, নাকের আশপাশেও ব্যবহার করুন। গায়ের রং-এর সঙ্গে মানানসই মাত্রায় ফাউন্ডেশন লাগান। স্কিন কালার ডার্ক হলে একটু বেশি ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। এরপর জিঞ্জার টোন-এর ফেস পাউডার হালকা করে পাফ করুন পুরো মুখমণ্ডলে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...