ত্বকের স্বাভাবিক সৌন্দর্য মানুষের দৃষ্টি সহজেই আকর্ষণ করে। মন যদি চায় ত্বক হোক কোমল মসৃণ, সঙ্গে ত্বক হাইড্রেটেডও রাখতে চান তাহলে কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার। কিন্তু অনেক সময় নানা অসাবধানতার কারণে, সময়ের অভাবে অথবা বিউটি প্রোডাক্টস-এর সঠিক ব্যবহার না করার ফলে, ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে। এর কারণেই ত্বক হয়ে ওঠে রুক্ষ, প্রাণহীন।

এই পরিস্থিতিতে আমরা যতই Beauty Products-এর সাহায্যে ত্বকে Moisture ধরে রাখার চেষ্টা করি না কেন, ময়েশ্চার ততক্ষণই ধরে রাখা সম্ভব হয়, যতক্ষণ ত্বকে ক্রিমের প্রভাব অক্ষুণ্ণ থাকে। সুতরাং ত্বকের পরিপূর্ণ যত্নের জন্য ত্বকের ময়েশ্চার বজায় রাখা একান্ত জরুরি, যাতে ত্বক থাকে প্রাণোজ্জ্বল।

ত্বকে ময়েশ্চারারের প্রয়োজনীয়তা

ত্বকের আর্দ্রতা বজায় রাখা মানে ত্বকের প্রতিটি পরতে সঠিক পুষ্টির জোগান দেওয়া। ত্বকে পর্যাপ্ত মাত্রায় ময়েশ্চার থাকলে ত্বক নিজেকে নিজেই রিপেয়ার করে নিতে সক্ষম হয়। Moisture ত্বকের জন্য সুরক্ষাকবচের কাজ করে। যথেষ্ট পরিমাণে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারলে ড্রাইনেস, এজিং, সূর্যে‌র অতিবেগুণি রশ্মি এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ ত্বকের কোনওরকম ক্ষতি করতে পারে না।

বহু কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। সবথেকে বড়ো কারণ হল শুষ্ক ত্বক। ত্বকের সবথেকে উপরের পরত যেটাকে আমরা এপিডার্মিস বলি, তারও একটি বাইরের পরত থাকে, স্ট্রেটম কোরনিয়াম। সেটি ত্বকের ময়েশ্চারের মাত্রা নিয়ন্ত্রিত করে। স্ট্রেটম কোরনিয়াম-এর এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দুটি প্রধান সহায়ক তত্ত্ব হল, কেরাটিন এবং ফসফোলিপিডস।

সঠিক ময়েশ্চারাইজার বাছার নিয়ম

ময়েশ্চারাইজারে ৩ ধরনের উপাদান থাকে, তাদের আলাদা আলাদা কাজ। সেগুলি জেনে রাখা আবশ্যক

  • হুমেকট্যান্টস ত্বকের ভিতরের পরত থেকে এবং বাতাস থেকে আর্দ্রতা শুষে, ত্বকের উপরের পরত যাকে এপিডার্মিস বলা হয়, তাতে ময়েশ্চার বজায় রাখতে সাহায্য করে। হুমেকট্যান্টস-এ, গ্লিসারিন, হায়ালুরোনিক (Hyaluronic Acid) অ্যাসিড এবং প্রোপাইলিন গ্লুকোজ উপস্থিত থাকে
  • শিয়া বাটার, কোকো বাটার-এর মতো এমোলিযে্টস ত্বকের উপরি পরত এপিডার্মিস-এ ক্র‌্যাকস সারিয়ে তুলতে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে
  • এক্সক্লুসিভ এজেন্টস-এর মধ্যে পেট্রোলাতুম, অ্যালকোহল, ল্যানোলিন থাকার ফলে ত্বকের উপরের পরতে সুরক্ষাকবচ হিসেবে কাজ করে, ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...