ঠোঁটের সৌন্দর্য বাড়াতে লিপস্টিকের গুরুত্ব অপরিসীম। তবে অনেক মহিলাই সঠিক লিপস্টিক বাছতে পারেন না ফলে তার প্রভাব পড়ে তার লুক্স-এর উপর। খুব ভেবে চিন্তে লিপস্টিক বাছা উচিত। পোশাক নির্বাচন করার সময় মহিলারা সাধারণত চোখে কুলিং এফেক্ট দেবে, এমন রং বেছে পরেন। ঠিক সেরকমই লিপস্টিকের শেড এবং ফিনিশ মরশুমের অনুকূল হওয়া উচিত। নিজের স্কিন টোনের বিষয়টা খেয়াল রাখাটা একান্ত জরুরি কারণ লিপস্টিকের শেড স্কিন টোন-কে ফুটিয়ে তুলতে সাহায্য করে। এই মরশুমে গ্লসি-র বদলে ম্যাট ফিনিশ লিপস্টিক-ই ব্যবহার করা উচিত কারণ এটি লাইট এবং সোবার লুক দিতে সাহায্য করে।

কোন স্কিন টোনের জন্য কী রং

স্কিন টোন বোঝার সবথেকে ভালো উপায় হল হাতের কবজিতে যে শিরাগুলি দেখতে পাওয়া যায় তার রং দেখে নেওয়া। শিরার রং যদি নীল হয় তাহলে সেটা কুল স্কিন টোনের প্রতীক এবং শিরার রং যদি সবুজ হয় তাহলে স্কিন টোন ওয়ার্ম হয় সাধারণত। যে-সব মহিলাদের কুল স্কিন টোন হয় তাদের ত্বকের রং পেল হোয়াইট এবং হোয়াইট হয়। কিন্তু ওয়ার্ম স্কিন টোনের মহিলারা হুইটিশ, ডাস্কি অথবা ডিপ ডার্ক কালারের হন। সব রঙের ত্বকের জন্য আলাদা আলাদা রঙের লিপস্টিক লাগানো বাঞ্ছনীয়।

ফরসা অথবা প্রচণ্ড ফরসা (হোয়াইট এবং পেল হোয়াইট) ত্বকে পিংক, কোরাল, নুড এবং বেজ রং খুব ভালো মানাবে

হুইটিশ অর্থাৎ গমরঙা মহিলাদের ত্বকে রোজ রেড, মভ ও বেরি শেড-এর লিপস্টিক খুব ভালো মানায়। এই বর্ণের মহিলাদের কপার এবং ব্রোঞ্জ কালারের লিপস্টিকও খুব ভালো সুট করে

যদি ত্বকের বর্ণ শ্যামলা হয় তাহলে ব্রাউন অথবা পার্পল-এর কোনও শেড-এর লিপস্টিক লাগানো একেবারেই উচিত নয়। অরেঞ্জ রং এই গাত্রবর্ণের সঙ্গে খুবই মানানসই

গাঢ় শ্যামবর্ণের মহিলাদের ক্ষেত্রে ব্রাউন, প্লাম এবং ওয়াইন কালারের লিপস্টিক খুব ভালো মানায়

লিপস্টিক কেনার সময় খেয়াল রাখুন

ত্বকের রং অনুযায়ী লিপস্টিক কেনার সময়, কয়েকটি বিষয়ে খেয়াল রাখাটা খুব জরুরি। কোনও কোনও মহিলা চার্ট দেখে অথবা উপর থেকে লিপস্টিকের রং দেখেই লিপস্টিক কিনে নেন। প্রত্যক ব্র্যান্ডেই একটি লিপস্টিকের-ই ২-্৩টি কালার টোন থাকে। কোন রং-টা ঠোঁটের রঙের সঙ্গে ম্যাচ করবে সেটা সবসময় ট্রাই করে তবেই লিপস্টিক কেনা উচিত।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...