আমাদের দেশে  মেক-আপ করার মূল সমস্যা হল, বাতাসে যখন তখন আর্দ্রতার পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়৷ ফলে ঘামে মেক-আপ ধুয়ে-মুছে যায়, আর নয়তো ক্র‌্যাক ফুটে ওঠে। তাই অনেকেই এই ভয়ে  মেক-আপ ছাড়াই বাড়ির বাইরে যাওয়া পছন্দ করেন। কোথাও গিয়ে মেক-আপ গলে পড়ছে, চোখের কাজল, আইলাইনার ঘামে ধেবড়ে গিয়ে চোখের চারপাশ কালো করে তুলেছে, এই অবস্থায় কেউই পড়তে চান না। সুতরাং সঠিক মেক-আপ ট্রিক্স এবং বছরভর ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখার সঠিক নিয়ম জানা থাকলে, সকলের সামনে লজ্জিত হতে হবে না।

০ ত্বককে হাইড্রেট করা খুব জরুরি যাতে তা রুক্ষ ও প্রাণহীন হয়ে না পড়ে

০ নিয়মিত এক্সারসাইজ ত্বকের গ্লো বজায় রাখতে সাহায্য করে

০ মুখে টোনার ব্যবহার করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক ব্যাকটেরিয়া-মুক্ত থাকে

০ ফাউন্ডেশন লাগাবার আগে মুখে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন

বাতাসে আর্দ্রতা থাকলে হালকা মেক-আপই ভালো, তবে প্রয়োজনে জায়গা এবং পোশাক অনুযায়ী একটু ভারী মেক-আপ করার প্রয়োজন হতেই পারে। খেয়াল রাখুন এই বিষয়গুলিঃ

০ নুড মেক-আপ দেখতে খুব ন্যাচারাল লাগে। স্কিন টোন অনুযায়ী করা মেক-আপ আপনাকে স্টাইলিশ করে তোলে

০ প্রথমে টোনার লাগাবার পর ময়েশ্চারাইজার লাগান। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে ফাউন্ডেশনের আগে সানস্ক্রিন লাগানো খুব জরুরি। গরমে হালকা ফাউন্ডেশন ব্যবহার করা বাঞ্ছনীয়

০ ফাউন্ডেশন লাগাতে ইচ্ছে না করলে বিবি ক্রিম ব্যবহার করেও মেক-আপ লুক পেতে পারেন

০ ডাস্ট পিংক, বেইজ, চেরি রেড, ক্যারামেল, মোকা, নুড লিপস্টিক এই সবগুলোই ইন্ডিয়ান স্কিন টোনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ব্রাইট রেড ও পিংক কালারের লিপস্টিক পার্টি বা যে-কোনও অনুষ্ঠানের জন্য পারফেক্ট

০ চোখের জন্য উইংগড আইলাইনার বর্ষাতেও সফ্ট লুক নিয়ে আসে। অবশ্য কাজল ব্যবহার করেও মেক-আপ লুক পারফেক্ট করে তুলতে পারেন

০ গ্রিন,নীল, অরেঞ্জ অথবা পিংক আইলাইনারও ব্যবহার করতে পারেন ভাইব্র‌্যান্ট লুক পাওয়ার জন্য

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...