চিকিৎসা কী

অ্যালার্জি একটি মারাত্মক রোগ। এটি মানুষের শরীরে প্রচণ্ড অস্বস্তি তৈরি করে। প্রত্যেক মানুষের শরীরে এক একটি প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। অ্যালার্জি দুই ধরনের হতে পারে। একটি হল irritant connecting dermatitis (আইসিডি) এবং অন্যটি হল অ্যালার্জিক connecting dermatitis (এসিডি)

  • মেক-আপের পর অ্যালার্জি দেখা দিলে সর্বপ্রথম মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে মুখে বরফ ঘষুন, যাতে ত্বক রিল্যাক্স হতে পারে। কিন্তু তাতেও যদি আরাম না হয় তাহলে অ্যান্টি অ্যালার্জি মেডিসিন নেওয়া শুরু করতে হবে, সেইসঙ্গে ১ শতাংশ হাইড্রোকর্টিসন ক্রিমও অ্যাপ্লাই করতে হবে। ২-৩ দিনের মধ্যে যদি অ্যালার্জি না ঠিক হয়। তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্ট দেখাতে হবে
  • ডার্মাটোলজিস্ট মাইল্ড ময়েশ্চারাইজার প্রেসক্রাইব করেন
  • ট্রপিকাল স্টেরয়েডস ক্রিম প্রেসক্রাইব করেন কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই ক্রিম লাগানো উচিত
  • অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট-ও দেওয়া হয়
  • বেশ কিছুদিন কেমিক্যালস, ফেসিয়াল, ব্লিচ না করানোর পরামর্শ দেওয়া হয়
  • কসমেটিক সিরিজ-এর প্যাচ টেস্ট করানো হয়, যাতে বিউটি প্রোডাক্টের কোন উপাদান থেকে অ্যালার্জি হচ্ছে সেটা জানা যায়
  • অ্যালার্জির জন্য ঠোঁট বা ত্বকের পিগমেনটেশন হ্রাস করতে টাইরোসিনেস ইনহিবিটর দেওয়া হয়
  • অ্যালার্জি ঠিক হয়ে যাওয়ার পরেও বিশেষ কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস লাগাতে পরামর্শ দেওয়া হয়
  •  চিকিৎসা চলাকালীন এটি বন্ধ করা উচিত নয়।

বিশেষ খেয়াল রাখুন

ওয়াটার বেসড মেক-আপ ব্যবহার করুন

চোখের অ্যালার্জিতে মেক-আপ এড়িয়ে চলুন

মেক-আপ এড়িয়ে চলাই শ্রেয়

মাশকারা শুধু চোখের উপরের পাতায় লাগান

বিউটি প্রোডাক্ট কেনার সময়, শুধুমাত্র ৫-৬টি উপাদান রয়েছে এমন প্রোডাক্ট বাছুন। কারণ যত বেশি উপাদান থাকবে অ্যালার্জি হওয়ার ভয়ও তত বেশি থাকবে

মেক-আপ কিট কেনার আগে সামান্য পরিমাণ নিয়ে কানের পিছনের ত্বকে লাগিয়ে রাখুন অন্তত ৪৮ ঘণ্টা। যদি কোনও রকম প্রতিক্রিয়া হয় তাহলে পণ্যটি কেনা থেকে বিরত থাকুন

সুগন্ধী এবং প্যারাবেন ফ্রি বিউটি প্রোডাক্ট বাছুন

পারফিউম বা বডি স্প্রে সরাসরি ত্বকে ব্যবহার না করে পোশাকে ব্যবহার করুন

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...