সারা সপ্তাহ অফিসের ধকল সামলে উইক-এন্ড-এ পার্টি বা নিমন্ত্রণ রক্ষা করতে হয় অনেক সময়। চাইলেও সোশ্যালাইজ করার দায় এড়িয়ে যাওয়া সম্ভব হয় না বিশেষ বিশেষ ক্ষেত্রে। আর অফিস থেকে সরাসরি পার্টিতে যেতে হলে, তো আরও চিন্তায় পড়তে হয়। কীভাবে চোখমুখের ক্লান্তি দূর করে, নিমেষে হয়ে উঠবেন সতেজ ও সুন্দর। এখানে কিছু পরামর্শ দেওয়া হল যা আপনাকে সাহায্য করতে পারে।
প্রথমেই মুখটা ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে নিন। গোলাপজলে তুলো ডুবিয়ে, বন্ধ চোখের উপর রেখে পাঁচ মিনিট রিল্যাক্স করুন। এরপর মুখের মেক-আপ শুরু করুন। মেক-আপ করার আগে মুখে একটু বরফ বুলিয়ে নিন, এর ফলে মেক-আপ চট করে নষ্ট হবে না।
লিকুইড ফাউন্ডেশন – ক্লান্তির কারণে আপনার ত্বক কিছুটা শুষ্ক ও ডাল লাগতে পারে। তাই মেক-আপ বেস হিসাবে পাউডার ফাউন্ডেশন লাগানোর ভুল করবেন না। এতে মুখ আরও শুষ্ক ও প্যাচি মনে হবে। ফ্রেশ লুকের জন্য বেছে নিন লিকুইড ফাউন্ডেশন। এটা মুখের ত্বকে সহজেই সেট হয়ে যায় এবং দীর্ঘ সময় অক্ষুণ্ণ থাকে।
আইক্যাচি আইলাইনার – হেভি মেক-আপ না করে চোখদুটিকে হাইলাইট করার চেষ্টা করুন। এর জন্য জেট ব্ল্যাক, ডার্ক ব্রাউন বা রয়্যাল ব্লু শেডের আইলাইনার নির্বাচন করুন। আপনার পোশাকের সঙ্গে যেটা সবচেয়ে মানাবে, সেই অনুযায়ী এই তিনটির মধ্যে থেকে রং বাছুন। চোখের উপরের পাতায় একটু চওড়া করে লাইন টানুন। এর ফলে চোখ গভীর দেখতে লাগবে। রেখাটা চোখের শেষ প্রান্তে এলে একটু উপরের দিকে উঠিয়ে দিন। ঠিক এর নীচেও ফিশ টেইল-এর মতো একটা রেখা টানুন। এতে চোখ আকষর্ণীয় হয়ে উঠবে। এবার নীচের পাতার মাঝখান থেকে কাজলের রেখা টানুন। এই ধরনের হেভি আইলাইনার লাগালে আইশ্যাডোর রং হালকা বাছুন।
আইশ্যাডোয় মোহময়ী – চোখের ডালনেস কমাতে, আইশ্যাডোর একটা বড়ো ভূমিকা আছে। কিন্তু এর জন্য আপনাকে সঠিক আইশ্যাডো নির্বাচন করতে হবে। আইশ্যাডো অ্যাপ্লাই করার সঠিক ধরনটাও রপ্ত করতে হবে। শ্যাম্পেন, ব্রোঞ্জ বা হোয়াইট শেড বাছুন। আজকাল এই তিনটি রং-ই ফ্যাশনের শীর্ষেও আছে। আইক্যান্ডি লুক-এর জন্য শ্যাম্পেন আইশ্যাডো চোখের পাতার উপরের অংশে লাগান। যদি সাদা আইশ্যাডো নির্বাচন করে থাকেন, তাহলে পুরো চোখের বদলে চোখের কোণা দুটোতেই কেবল লাগান। এর ফলে চোখে একটা ড্রিমি এফেক্ট দেওয়া যাবে। একই ভাবে ব্রোঞ্জ আইশ্যাডো নির্বাচন করলেও শুধু চোখের দুটো কোণাতেই লাগান।
মাসকারা ম্যাজিক – আপনি যদি চোখের মেক-আপটা হেভি না করতে চান, তাহলে আইলাইনার বা আইশ্যাডো ব্যবহার করবেন না। তার বদলে কাজল লাগান, সেইসঙ্গে চোখের পাতায় দিন মাসকারার পরত। হেভি এবং লাইট, প্রয়োজনে যাতে দুরকমের আই মেক-আপ করতে পারেন, তাই ব্ল্যাক, ব্রাউন, ব্লু বা ট্রান্সপ্যারেন্ট
শেড-এর মাসকারা কিনে রাখুন। আইল্যাশে মাসকারা লাগানোর সময়, চোখের পাতা উপরের দিকে কার্ল করুন। নীচের চোখের পাতাগুলি নীচের দিকে কার্ল করুন। এর ফলে পাতলা আইল্যাশও ঘন দেখাবে। তবে খুব পাতলা চোখের পাতা হলে, আর্টিফিশিয়াল আইল্যাশ ব্যবহার করুন। চোখ অ্যাপিলিং লাগবে আর্টিফিশিয়াল আইল্যাশে মাসকারার পরত পড়ার পর। এর সঙ্গে সবচেয়ে মানাবে ন্যুড শেডের লিপস্টিক।
বোল্ড লিপ কালার – আপনি চাইলে আই মেক-আপ যথাসম্ভব লাইট রেখে, আপনার ঠোঁট দুটিকে বোল্ড লুক দিতে পারেন। এরজন্য ব্রাইট শেডের লিপস্টিক বাছুন। যেমন ব্রাইট অরেঞ্জ, ব্রাইট পিংক, হট রেড, ম্যাজেন্টা প্রভৃতি। এই শেডগুলো আপনার মুখমণ্ডল উজ্জ্বল করে তুলবে।
পারফেক্ট লিপ মেক-আপের জন্য প্রথম ঠোঁটে ময়শ্চারাইজার লাগান। এবার লিপলাইনার দিয়ে আউটলাইন করুন। তারপর লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়ে নিন। গ্লসির বদলে ম্যাট টেক্সচারের লিপস্টিক চুজ করুন। এগুলিই এখন ফ্যাশনে ইন। তবে গ্ল্যাম লুকের বদলে যদি সেক্সি লুক দিতে চান, তাহলে ব্যবহার করুন ন্যুড শেডের লিপস্টিক। ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে এটাও ট্রাই করতে পারেন।
বিউটিফুল ব্লাশার – আই মেক-আপ বা লিপ মেক-আপের মতোই গুরুত্বপূর্ণ চিক মেক-আপ। গাল দুটিকে হাইলাইট করার জন্য পিচ, পিংক, রোজ, কোরাল রেড ব্লাশ অন ব্যবহার করতে পারেন। এখন পাউডার-এর বদলে ক্রিম ব্লাশ অন-ই বেশি পছন্দ করছেন সকলে। এতে মুখের ত্বকে একটা ইভননেস আসে। মুখটা গ্লসি ও ফ্রেশ দেখতে লাগে। ত্বকের শুষ্কতা নজরে পড়ে না। তবে খেয়াল রাখবেন ব্লাশ অন লাগালে, হেভি আই মেক-আপ বা ডার্ক লিপস্টিক ব্যবহার না করাই ভালো।
কিছু পরামর্শ
ক) আপনার পোশাকটি আপনার লুক-কে রিফ্রেশ করতে পারে। তাই মুড অনুযায়ী ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন ওয়্যার বাছুন
খ) হেভি ইয়ার রিংস, লং নেকপিস, বিগ রিং, জাংক রিস্টলেট প্রভৃতির স্টক রাখুন আপনার গয়নার বাক্সে
গ) কিছু হাইহিল্স ও সেক্সি স্যান্ডাল অবশ্যই কিনে রাখুন এই ধরনের অনুষ্ঠানের জন্য
ঘ) কিছু স্টাইলিশ হেয়ারস্টাইল অবশ্যই করুন পার্টিতে যাবার আগে। হাই পনি বা হাই বান করলে হেয়ার অ্যাক্সেসরি লাগাতে পারেন
ঙ) স্টাইলিশ ট্রেন্ডি হ্যান্ড ব্যাগ অবশ্যই ক্যারি করুন
চ) সাজগোজ করার সময় পছন্দের মিউজিক চালিয়ে নিন। মুড ভালো হলে তার ভালো ছাপ পড়বে আপনার সাজে।