সাধারণত যা বয়স, তার চাইতে বেশি বয়স্ক দেখাবার জন্য তিনটি কারণ মূলত দায়ী। আলাদা আলাদা ভাবে এগুলি লুকস-কে প্রভাবিত করে।

বলিরেখা - ২৫ বা তার বেশি বয়স হয়ে গেলে, মুখের বিভিন্ন জায়গায় বলিরেখার প্রকোপ পড়তে দেখা যায় এবং বলিরেখা দৃষ্টিগোচর হলেই বয়সের একটা অনুমান করা শুরু করে দেয় বেশিরভাগ মানুষ। আসল বয়সের চেয়ে অনেক বয়স্ক দেখতে লাগে বলিরেখার কারণে। সর্বপ্রথম চোখ এবং চোখের আশেপাশের অংশে বলিরেখা পাতলা লাইনের আকারে চোখে পড়া শুরু হয়। এছাড়াও গাল, কপালেও পাতলা লাইনগুলি ধীরে ধীরে দেখা যেতে লাগে। সময়ের সঙ্গে সঙ্গে বলিরেখাগুলি আরও বাড়তে থাকে এবং মুখের হাবভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিষ্কার দৃষ্টিগোচর হয়।

লস অফ ভলিউম - এই সমস্যা অনেক সময় বোঝাটাই মুশকিল হয়ে যায়। ত্বকে এই সমস্যা তখনই প্রকট হয় যখন ত্বক নিজের ইলাস্টিসিটি হারিয়ে ফেলে এবং ত্বক ঢিলে হওয়া আরম্ভ হয়। এর কারণ গলার ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং রং-ও ফ্যাকাশে হতে থাকে। মুখের ভাবভঙ্গিতে এই সমস্যা ধরা পড়ে।

ঘনত্বের অভাব - মেনোপজ হয়ে যাওয়ার পর মহিলাদের মধ্যে এই সমস্যা দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক। কারণ ওই বয়সে ত্বক ঢিলে ও নিস্তেজ হয়ে পড়ে। বলিরেখার কারণেই এমনটা হয় ফলে ত্বকও নিজের স্বাভাবিক রং হারিয়ে ফেলে।

বয়স্ক দেখাবার অভ্যন্তরীণ কারণ - বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাবার কারণ হিসেবে, ত্বকের গঠনও অনেকাংশে দায়ী। ত্বকের গঠন পরিবর্তন করাও সম্ভব নয়। শরীরের অর্গানিক (জৈব) পরিকাঠামো, ত্বকের পরিকাঠামোর মধ্যে পরিবর্তন আনে এবং এটা নির্ভর করে কোশগ্রন্থির কর্মদক্ষতার উপর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কোশগ্রন্থির কর্মদক্ষতা কম হতে থাকে। এছাড়াও ত্বকে রক্ত চলাচল কম হয়ে যাওয়া মানে, ত্বকের ভিতর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পুষ্টির অভাব থেকে যাওয়া।

বংশগত কারণেও অনেক সময় কাউকে বয়সের তুলনায় বেশি বয়স্ক বলে মনে হয়। আমাদের ত্বকের প্রকৃতি কী রকম হবে জন্মের সঙ্গে সঙ্গেই সেটা ঠিক হয়ে যায়। যেমন স্বাভাবিক ত্বকের থেকে যাদের ত্বক ফরসা, তাদের ত্বকে সময়ের আগেই বলিরেখা পড়তে দেখা যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...