দীর্ঘ সময়ের বিরতির পর আবার স্ক্রিনে কামব্যাক করছেন ‘ধুম’ অভিনেত্রী Rimi Sen। এবার মিউজিক ভিডিয়োর মাধ্যমে পর্দায় কামব্যাক করছেন। মিউজিক ভিডিয়োর পরিচালনায় প্রেরণা আরোরা। ১২ এপ্রিল থেকে শুরু হবে শ্যুটিং।

বলিউডের এই বাঙালি মেয়েকে কার না মনে আছে! ২০০৩ সালে হাঙ্গামা ও বাগবান, ২০০৪ সালে ধুম, ২০০৬ সালে ফির হেরাফেরি এবং গোলমাল আনলিমিটেড। একটা সময় ছিল, যখন রিমি সেনকে 'লাকি চার্ম' মনে করতেন প্রযোজক ও পরিচালকরা। রিমি যে-ছবিতেই থাকতেন, সেই ছবিই সুপার ডুপার হিট হতো! কিন্তু, এতকিছুর পরও বলিউডের প্রথম শ্রেণির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে পর্দা থেকে হারিয়ে গিয়েছিলেন রিমি।

২০১৫ সালে বিগ বস-এর অন্দরে ঢুকে খবরে ফিরলেও আগের জনপ্রিয়তা আর ফিরে পাননি তিনি। এরপরই রাজনীতিতে ভাগ্যান্বেষণের সিদ্ধান্ত নেন রিমি। মিডিয়াকে বলেন, ‘আমার শরীরে সূর্য সেনের (আমার ঠাকুরদার সম্পর্কে ভাই) রক্ত বইছে, তাই রাজনীতিতে তো আসবই’। সেই রাজনীতিতেও তেমন মন ভরেনি তাঁর৷ তাই হয়তো আবার দর্শকদের সামনে আসার প্রবল ইচ্ছেরই জয় হল৷

সম্প্রতি এই Music Video -তে ফেরা সম্পর্কে এক সাক্ষাৎকারে রিমি জানিয়েছেন, ‘সবাই জানে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলাম। কিন্তু পুরোপুরি ছেড়ে যাইনি৷ ব্যস্ত ছিলাম নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে।এরই মাঝে ‘বুধিয়া সিংহ’ বলে একটা ছবি গজরাজ রাওয়ের সঙ্গে প্রযোজনা করেছি, যেটা জাতীয় পুরস্কার পেয়েছে। এখন অবশ্য ক্যামেরার সামনে শুধু নয়, পিছনে থাকাটাও এনজয় করেছি৷ কয়েকটা চিত্রনাট্যের কাজও করছি।‘

বস্তুত সৃজনশীল কাজে যুক্ত থেকে মনের সন্তুষ্টিই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। অভিনেত্রী বলেন, ‘একটা ভ্রান্ত ধারণাবশত শুধুমাত্র বড়ো ব্যানার, বড়ো স্টারদের সঙ্গে কাজ করেছিলাম। তখন নিজের ভূমিকার প্রতি মনোযোগ দিইনি৷ পরে এই মোহ থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছিলাম৷তখন শ্রীরাম রাঘবন এবং অন্যদের মতো পরিচালকদের কাছে যেতে শুরু করি। তারপর আমি 'জনি গাদ্দার' এবং 'সংকট সিটি'-এর মতো ছবি করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত, সেগুলো বক্স অফিসে কাজে আসেনি।'

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...