এবার থ্রিলারে মন দিলেন টলিপাড়ার আলোচিত জুটি Bony- Kaushani৷এর আগে প্রেমের ছবিতে যথেষ্ট সাড়া ফেলেছিলেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়। 'পারব না আমি ছাড়তে তোকে', 'তুমি আসবে বলে'-সহ একাধিক ছবিতে একসঙ্গে এই জুটিকে দেখেছেন মানুষ, পছন্দও করেছেন ।

গতবছর বিধানসভা নির্বাচনের সময়ে কৌশানি মুখোপাধ্যায় রাজ্যের শাসক শিবিরে যোগ দেন আর বনি সেনগুপ্ত ছিলেন গেরুয়া শিবিরে । পরে অবশ্য তিনি সরেও আসেন গেরুয়া শিবির ছেড়ে৷ রিল এবং রিয়েল লাইফ- উভয় ক্ষেত্রেই তাঁদের কেমিস্ট্রি খুব ভালো৷ তাই এবার দর্শকদের ভিন্ন স্বাদ দিতে পর্দায় আসছেন এই যুগল৷ ছবির নাম 'অন্তর্জাল'৷

বস্তুত প্রার্জুন মজুমদার পরিচালিত মুকেশ পান্ডে প্রযোজিত ছবি 'Antarjal' ছবিটি বিষয় ভাবনায় নারীকেন্দ্রিক। বিশিষ্ট লেখিকা লহরীকে কেন্দ্র করে বোনা হয়েছে 'অন্তর্জাল'-এর গল্প। লহরীর স্বামী অপূর্ব, তাদের প্রথম বিবাহবার্ষিকীর রাতে নিখোঁজ হয়। এরপরই শুরু হয় অপূর্বকে খুঁজে বের করার লহরীর লড়াই। স্বামীর নিখোঁজ হওয়ার যোগসূত্রগুলি মেলানোর চেষ্টা করে সে। কীভাবে তাকে খুঁজে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা সেটাই দেখার এই ছবিতে। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। এই ছবি সম্পর্কের বুনিয়াদকেই গুরুত্ব দেয় ৷ বলা চলে আবেগ, ভালোবাসা, আর প্রতিশোধের সংমিশ্রণ । প্রসঙ্গত, এই ছবিতে সামাজিক-রাজনৈতিক চিত্রও উঠে আসবে । কোভিডের সময়ে যে হারে অপরাধ বেড়েছিল সেই দিকটিও তুলে ধরা হবে ছবিতে ।

নারীকেন্দ্রিক ছবি বড়ো একটা তৈরি হয় না টলিউডে ৷ তাই এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে খুশি কৌশানি। আবার  অপূর্বর চরিত্রটার মধ্যে গ্রে শেডস-ও আছে৷ ফলে এই ধরনের বিষয় বরাবরই আকর্ষণ করে বনিকে। মোটের উপর তাঁরা মিলিত ভাবে একটি মন জয় করা থ্রিলার দর্শকদের উপহার দিতে পারবেন, এমনই বিশ্বাস এই জুটির ৷

এটি পরিচালক প্রার্জুন মজুমদারের দ্বিতীয় ফিচার ফিল্ম। ছবি সম্পর্কে তাঁর ব্যাখ্যা, ‘‘আমাদের রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে অতিমারি। বহু মানুষের চাকরি চলে গিয়েছে। অর্থনৈতিক ভাবে বেহাল অবস্থা। এই পরিস্থিতিতে ক্রাইম বেড়েছে ৷ এবং বেড়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনাও। আমার ছবিটি থ্রিলার হলেও সেখানে এই বিষয়গুলোও উঠে আসবে।’’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...