যে- সমস্ত মেগা ধারাবাহিক লক ডাউনের মধ্যেও শুটিং চালিয়ে গিয়েছিল সেই সমস্ত ধারাবাহিকে কাজ করায় এবার টেকনিশিয়ানদের উপর নিষেধাজ্ঞা জারি করল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ১৪ জুন সোমবার ফেডারেশনের তরফ থেকে জানানো হয় যে, প্রযোজকরা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন তা জানার জন্য তারা ১৫ জুন পর্যন্ত অপেক্ষা করবে। উত্তর না পেলে, লকডাউন ওঠার পর ২০টি ধারাবাহিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রেখে ও কলাকুশলীদের শারীরিক সুস্থতার পরিপ্রেক্ষিতে বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু তারপরেও বেশ কিছু ধারাবাহিকের কাজ হয়েছে। বাড়ি থেকে কাজ করা হচ্ছে দাবি করা হলেও আদতে শুটিং হয়েছে হোটেল, গুদাম ঘর, ভাড়া বাড়িতে, নদীর ঘাটে৷এমনটাও জানা গেছে যে, সামাজিক দৃরত্ব বজায় না রেখেই কাজ করেছেন এই সব ধারাবাহিকের কলা-কুশলীরা।

অভিযোগের তির ‘কৃষ্ণকলি’, ‘তিতলি’, ‘গ্রামের রানি বীণাপাণি’, ‘বরণ’, ‘খেলঘর’, ‘খড়কুটো’, ‘শ্রীময়ী’, ‘ফেলনা’-সহ ২০টি ধারাবাহিকের উপর৷এরাই ফোরামের নির্দেশ আমান্য করে বাড়ি থেকে কাজ করেছে। আর এই ভাবে শুটিং করার জন্য তারা প্রযোজকদের থেকে বিভিন্ন ধরনের সাহায্য নিয়েছেন। ক্যমেরা, আলো, মেকআপ, কস্টিউম শিল্পীরা কোথা থেকে পেলেন সে প্রশ্নের জবাব চেয়েছে ফেডারেশন, আর্টিস্ট ফোরামের কাছ থেকে। বাড়ি থেকে শুটিং করা কার্যত অসম্ভব, বিশেষত পিরিয়ড পিসগুলির ক্ষেত্রে৷ এতে কাজের গুণগত মানও কমছে বলে একাংশের দাবি। ক্যামেরা বা এডিটিংয়ে যাঁদের নাম যাচ্ছে, তাঁরা আদৌ কাজটা করছেনই না। উলটে খারাপ কাজের কারণে তাঁদের সুনাম নষ্ট হচ্ছে।

ফেডারেশনের নির্দেশ, যতক্ষণ না প্রোডিউসার গিল্ডের সঙ্গে ফেডারেশনের নতুন চুক্তি কার্যকর হচ্ছে ততক্ষণ এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ২০টি ধারাবাহিকের তালিকায় রয়েছে — ‘কৃষ্ণকলি’, ‘তিতলি’, ‘অপরাজিতা অপু’, ‘গ্রামের রানী বিনাপানি’, ‘বরণ’, ‘খেলাঘর’, ‘যমুনা ঢাকি’, ‘গঙ্গারাম’, ‘জীবন সাথী’, ‘মিঠাই’, ‘সাঁঝের বাতি’ ‘খড়কুটো’, ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘দেশের মাটি’, ‘রিমলি’, ‘ওগো নিরুপমা’, ‘ফেলনা’, ‘কী করে বলব তোমায়’, ‘ধ্রুবতারা’। কিছু নতুন ধারাবাহিকের নামও করেছে ফেডারেশন। তাতে টেকনিশিয়ানরা কাজ করতে পারবেন না বলে জানিয়েছে তারা। সেই তালিকায় রয়েছে আরও ৪টি ধারাবাহিক। টেন্ট সিনেমার ‘রিসতো কি মাঞ্জা’, অর্গানিক টেনিশিয়ান স্টুডিয়োর ‘সুন্দরী’, অ্যাক্রপলিস এন্টার্টেইনমেন্টের ‘মন ফাগুন’ এবং ম্যাজিক মোমেন্টের ‘ধূলি কণা’।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...