যারা সমাজ জীবনে বিশেষভাবে দাগ রেখেছেন বা খ্যাতি লাভ করেছেন, তাঁদের কৃতিত্বকে সম্মান জানালো ‘গীতাঞ্জলী’। এই সংস্থা সম্প্রতি প্রদান করল ‘বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০’। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম-এ।

প্রথমে মুম্বাই থেকে ভার্চুয়াল মাধ্যমে পুরষ্কৃত হলেন নৃত্যশিল্পী শ্রীনন্দী। এরপর চিকিৎসক অরুণাভ লালা,  সংগীত পরিচালক সুধীর দত্ত, সমাজসেবী সাবির আহমেদ, কাশীনাথ দাস ও লক্ষী দাস। এছাড়া  শিশু সাহিত্যিক মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়, অর্থনীতিবিদ সুবীর কুমার ঠাকুর, সমাজকর্মী জয়দেব সিকদার, চলচ্চিত্র সংগঠক সমু মিত্র, সংগীতশিল্পী ঝুমকি সেন,   এশিয়ায় সোনাজয়ী ক্রীড়াবিদ প্রণব বর্ধন প্রমুখ।

bengal excellency award
A moment of 'Bengal Excellency Award 2020'

এদিনের মুখ্য আকর্ষণ ছিল—লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।এই সম্মান দেওয়া হল রাজনীতিবিদ ও রাজ্যের মন্ত্রী  সাধন পান্ডে এবং চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়-কে। এদিন গীতাঞ্জলী-র পক্ষ থেকে পুরষ্কার প্রদান করলেন সাংসদ শতাব্দী রায় এবং চিত্র পরিচালক রেশমি মিত্র। সংগীত পরিবেশন করেন সুজয় মুখোপাধ্যায়,  রাখী দত্ত এবং পল্লবী ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহুয়া ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করে নজর কেড়েছেন শতাব্দী-কন্যা সামিয়ানা বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ‘গৃহশোভা’ ম্যাগাজিন।

------

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...