দাম্পত্য-জীবনে শরীরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন যদি অন্যের চাহিদা পূরণ করতে না পারে,তাহলে শুরু হয়ে যেতে পারে দাম্পত্য অশান্তি। অনেক ক্ষেত্রে এই অশান্তি আদালত পর্যন্ত গড়ায়। বিবাহ-বিচ্ছেদ, এমন কী অপরাধমূলক ঘটনাও ঘটে যায়। ‘মাই ডার্লিং’ ছবিতেও দুই তরুণ-তরুণীর বৈবাহিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশের পর, স্বামী-স্ত্রীর সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। কিন্তু এরপর কী ঘটবে, তা-ই এই ছবির ক্লাইম্যাক্স বলে জানালেন ছবিটির পরিচালক এ. খান।

প্রসঙ্গত পরিচালক জানিয়েছেন, ‘ছবির কাহিনি আপাত সাধারণ মনে হলেও, ক্লাইম্যাক্স-এ চমক আছে।’

ছবির অন্যতম অভিনেত্রী কমলিকা চন্দ জানিয়েছেন, ‘ছবিটি নারীকেন্দ্রিক। স্বামী যদি স্ত্রীর মন এবং শরীরের চাহিদা উপলব্ধি করতে না পারেন কিংবা চাহিদাপূরণে অসমর্থ হন, তাহলে সুখের সংসারে ঘটে যেতে পারে অভাবিত পালাবদল! এমন একটি সুন্দর চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালোলেগেছে আমার।’

Hindi film 'My Darling'.
'মাই ডার্লিং' ছবির ট্রেলার লঞ্চ-এ দুই অভিনেত্রী কমলিকা চন্দ ও অনু সিং।

কমলিকা ছাড়াও, এই হিন্দি ছবিটির অন্যান্য চরিত্রে রূপদান করেছেন অভিষেক রায়, দীপ কুমার সিং, জয়দীপ দাস, অনু সিং, প্রতীক প্রমুখ।

চলতি মাসের ১০ তারিখে ছবিটির প্রদর্শন শুরু হবে ওটিটি প্লাটফর্ম নিউফ্লিক্স-এ। ছবিটির নিবেদক ‘বায়োস্কোপ ফিল্মস’।

------

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...