প্রিন্স আনোয়ার শাহ রোড-এ অবস্থিত, নবীনা সিনেমা হল-এর পাশে, ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’-র উদবোধন করা হল সম্প্রতি। আনুষ্ঠানিক এই মঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গকর্মীর নতুন কার্যনির্বাহী দলের সদস্য হীরকেন্দু গাঙ্গুলি (সভাপতি), তৃপ্তি মিত্র (পরিচালক), অনিরুদ্ধ সরকার (সম্পাদক) প্রমুখ।

রঙ্গকর্মীর পুরোধা ঊষা গাঙ্গুলি এবং প্রধান কার্যনির্বাহী  প্রশাসক রাজেশ পান্ডের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিক ভাবেই দলে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রঙ্গকর্মীর বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বললেন নব নির্মিত কার্যনির্বাহী দলের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা।

উষা গাঙ্গুলি মঞ্চের নকশা এবং রূপদান করেছেন আইআইটি-খড়গপুরের স্থপতি অমিতাভ ঘোষ। ভাবনায় অনিরুদ্ধ সরকার। এই নতুন থিয়েটার পারফর্মিং স্থানটির আয়তন ২০ফুট বাই ১৮ ফুট। এর গ্যালারিতে ৭০ জন দর্শক বসে নাটক দেখতে পারবেন।

সুসজ্জিত এবং শিল্পসম্মত ভাবে তৈরি এই মঞ্চের চারপাশে রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। রয়েছে সর্বাধিক ৫০ টি আলো প্রক্ষেপনের সুব্যবস্থা। আর এসব করা হয়েছে  প্রযোজনার গুণমান বাড়ানোর জন্য, নাট্যকর্মীদের সুবিদার্থে এবং সর্বোপরি দর্শকদের ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য। রঙ্গকর্মীর এই নব নির্মিত নাট্যমঞ্চটি দেখতে অনেকটা আখড়া বা গ্যালারির মতো। এখানে খুব ভালো ভাবে বসে নাটক দেখার সুব্যবস্থাও করা হয়েছে।

stage inauguration
A moment of the 'Usha Ganguli Stage' inauguration.

এই স্টুডিও থিয়েটারে অন্যান্য সুবিধাগুলির মধ্যে রয়েছে একটি সুসজ্জিত লাইব্রেরি, আলো ও সাউন্ড, মাইক্রোফোনস প্রভৃতি অপারেশনের ক্ষেত্র, প্রক্ষেপণ অঞ্চল, পুরুষ ও মহিলা শিল্পীদের জন্য পৃথক গ্রিন রুম, ফটোশুটের ব্যাকড্রপস এবং রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ক্যাফে।

রঙ্গকর্মীর বিদ্যমান থিয়েটার এবং অভিনয় কর্মশালা ছাড়াও, সংগীত, নৃত্য, যোগব্যায়াম সহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনারও প্রস্তাব রয়েছে। রঙ্গকর্মী শিল্প ও সংস্কৃতির এই সমস্ত নানা দিকে নজর দেবে এবং এই সংক্রান্ত কাজে উৎসাহ প্রদান করবে বলেও জানিয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...