বাগুইআটি অঞ্চলের একটি অভিজাত রেস্তোরাঁয়, হিন্দি থ্রিলার ‘আনলক-৭’-এর ফার্স্ট লুক লঞ্চ করা হল মহা সমারোহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ঋক, অভিনেতা রাজেশ শর্মা এবং অন্যান্য শিল্পীরা।

প্রসঙ্গত পরিচালক জানিয়েছেন, এই ছবির প্রতিটি দৃশ্যে-ই নাকি চমক আছে। এক বিশেষ সামাজিক বার্তাও নাকি দেবে এই ছবিটি। যাইহোক, সাত বন্ধুর পাহাড়ে এক গ্রামে বেড়াতে যাওয়ার গল্প নিয়েই নির্মিত এই ‘আনলক-৭’ থ্রিলারটি।  ওখানে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে, লকডাউন-এর সময় ওখানে বসবাসকারী মানুষরা কত সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। সব শুনে বা দেখে ওরা সবাই হতবাক হয়ে যায়। শুধু তাই নয়, ওই সময় ওখানে এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটে, যা ছবির কাহিনিকে অন্য মাত্রা দেয়। কিন্তু কী সেই রহস্য, সেই রহস্য কীভাবে উন্মোচিত হবে, তা-ই এই ছবির ক্লাইম্যাক্স।

পুরো ছবিটার শুটিং হয়েছে শিলিগুড়ি, লোলেগাঁও এবং কালিম্পং-এ। ছবিটি তৈরি হচ্ছে গ্যালাক্সি এন্টারটেইনমেন্ট-এর ব্যনারে। প্রযোজক নাসিম আহমেদ খান।

ছবিটির পরিচালক ঋক নিজেই লিখেছেন এই ছবির কাহিনি এবং চিত্রনাট্য। ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, ঋক, কমল, সানা, চিত্রালী, সৃজা, রিতিশা, রাত্রি, রাজশ্রী, অরুণ এবং কয়েকজন নেপালি অভিনেতা-অভিনেত্রী। ছবিটির সংগীত পরিচালনা করেছেন রঙ্গন এবং অর্ণব বসাক। চিত্রগ্রাহক আশীষ হালদার। ছবিটি দর্শকদের মন জয় করে নেবে এমনই আশাপ্রকাশ করেছেন পরিচালক ঋক। পরিচালক এবং প্রযোজক দু’জনেরই নাকি বিশেষ পছন্দ রহস্য গল্প, তাই হিন্দিতে তাঁরা এই থ্রিলারটি তৈরি করেছেন বলে জানিয়েছেন কথা প্রসঙ্গে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...