গরমের প্রকোপে নয়, চলচ্চিত্র উৎসবের আঁচে তেতে উঠছে কলকাতা৷ করোনার ক্রমবর্ধমান প্রকোপের কারণেই পিছিয়ে গিয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অবশেষে গতকাল অর্থাৎ ২৫ এপ্রিল হইহই করে নজরুল মঞ্চে সূচনা হল এই বিশ্ববন্দিত চলচ্চিত্র উৎসবের। চলবে ১ মে অবধি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের নয়া সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। নজরুল মঞ্চে উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হয়।গত কয়েক মাসে অনেক মহীরুহ পতন হয়ে গিয়েছে বিনোদনের জগৎ থেকে। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়-সহ একাধিক তারার প্রয়াণকে স্মরণ করল 27th Kolkata International Film Festival মঞ্চ।
৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সবমিলিয়ে ১৬০টি ছবির ২০০টি শো আয়োজন করা হয়েছে। এবছরের উদ্বোধনী ছবি Satyajit Ray- এর 'অরন্যের দিনরাত্রি'।
এবছর শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে। সত্যজিৎ রায়ের তৈরি ছবি ও তাঁকে নিয়ে তৈরি ছবিও প্রদর্শিত হতে চলেছে চলচ্চিত্র উৎসবে। সেই তালিকায় রয়েছে পথের পাঁচালী, পরশ পাথর, নায়ক, শতরঞ্জ কি খিলাড়ি, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, শ্যাম বেনেগালের তৈরি সত্যজিৎ রায় নামক ডকুমেন্টারি-সহ বেশ কয়েকটি ছবি। প্রদর্শিত হবে চিদানন্দ দাশগুপ্তের ছবি পোর্ট্রেট অফ দ্য সিটি ও আমোদিনী। এছাড়াও রয়েছে মিকলোস ইয়াঞ্চোর সবচেয়ে বিখ্যাত ছবি 'ইলেক্ট্রা মাই লভ'। এবছর সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার পরিবেশন করবেন পরিচালক সুজিত সরকার।
ফেস্টিভালের চেয়ারপার্সন Raj Chakraborty জানিয়েছেন, কোভিড প্রোটোকল মেনেই উৎসব হবে।আনন্দের কথা হল ১০০ শতাংশ দর্শকসংখ্যা নিয়েই চলচ্চিত্র উৎসব করতে পারা যাচ্ছে।
দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, অভিষেক চট্টোপাধ্যায়, জঁ পল বেলমন্ড এবং জঁ ক্লড ক্যারিয়ারকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে দেখানো হবে তাঁদের ছবি। থাকছে দিলীপ কুমার-এর 'মুঘল -এ -আজম', 'মধুমতী' ও 'সাগিনা মাহাতো'। বুদ্ধদেব দাশগুপ্ত-র 'উত্তরা', 'গৃহযুদ্ধ', 'আনওয়ার কা আজিব কিসসা'। স্বাতীলেখা সেনগুপ্ত -র 'ধর্মযুদ্ধ'।অভিষেক চট্টোপাধ্যায় - 'পথভোলা'। জঁ ক্লড ক্যারিয়ার- 'দ্য মহাভারত'। ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। আর এই উপলক্ষে পীযূষ বোস পরিচালিত 'সুভাষ চন্দ্র' এবং শ্যাম বেনেগাল পরিচালিত 'নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্য ফরগটেন হিরো' দেখানো হবে। এবছর বাংলা, হিন্দি, ইংরাজি ছাড়াও রয়েছে রাজবংশী, কোঙ্কনী, সাঁওতালি সহ আরও একাধিক ভাষার ছবি।