আশির দশকের চারজন সুপারস্টার অভিনেতা আগামি বছরেই একসঙ্গে বড়োপর্দায় অ্যাকশনের ঝড় তুলতে আসছেন৷ বড়োপর্দায় Mithun Chakraborty, Jackie Shroff, Sunny Deol, Sanjay Dutt  যদি একই ছবিতে অভিনয় করেন, তাহলে তো সেটাকে ঝড়ের সঙ্গেই তুলনা করা চলে৷  ছবির নাম ‘বাপ’! ছবির পরিচালক বিবেক চৌহান। ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিও এবং আহমেদ খান।

এঁরা প্রত্যেকেই ৮০-৯০ দশকের সেরা অ্যাকশন হিরো ছিলেন। খবর অনুযায়ী, এই ছবি একেবারেই অ্যাকশনে ভরপুর হতে চলেছে। 'Baap' ছবিতে পরিচালক মূলত এই অভিনেতাদের ইমেজের কথা মাথায় রেখেই, অ্যাকশন ছবিতে অভিনয় করতে রাজি করিয়েছেন।

এর আগে বলিউডের এই চারমূর্তিকে এক সিনেমায় একসঙ্গে দেখা না গেলেও, আলাদা আলাদা তাঁরা জুটি বেঁধেছেন। যেমন, ‘যোদ্ধা’ ছবিতে সঞ্জয় দত্ত ও সানি দেওল, জ্যাকি ও সঞ্জয় ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকিকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। একসঙ্গে ছবি করেছেন সানি ও মিঠুনও। খবর অনুযায়ী, ছবির কনসেপ্ট শুনে নাকি একবারেই রাজি হয়ে যান এই চার তারকা। এই ছবির অ্যাকশনের জন্য নাকি বিদেশ থেকে আনা হয়েছে অ্যাকশন ডিরেক্টরকে।রাফ অ্যান্ড টাফ গ্যাংস্টারের লুকে তাঁরা দর্শকদের অফুরীন ভালোবাসা পাবেন, এমনই বিশ্বাস প্রযোজনা সংস্থার।

মাস খানেক আগেই জ্যাকি শ্রফ তাঁর ছবির ফার্স্ট লুক টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করেন। এবং সেখানে লেখেন, 'শ্যুট, মজা, বন্ধুত্ব অনাবিল।' এই ছবিতে দেখা যায় চার অভিনেতা সিঁড়িতে বসে আছেন ক্যামেরার দিকে তাকিয়ে।

জ্যাকি শ্রফ পরে আছেন তাঁর সিগনেচার স্টাইলের মিলিটারি প্রিন্টের জ্যাকেট সঙ্গে আন্ডার শার্ট। কপালে একটি ফেট্টি বাঁধা তাঁর। যেমনটা তাঁকে তাঁর অল্প বয়সের ছবিতে দর্শক দেখেছে। অন্যদিকে সঞ্জয় দত্ত পরেছিলেন একটি লেদার জ্যাকেট সঙ্গে গোটি। তাঁর এই ছবির হেয়ার স্টাইল দর্শকদের মনে করিয়ে দেবে তাঁর প্রাক ২০০০ সালে মুক্তি পাওয়ার ছবির কথা। সানি দেওল পরেছিলেন খাকি রঙের একটি পোশাক, অনেকটা আমেরিকান কয়েদিদের পোশাকের মতো। সঙ্গে লম্বা চুল, দাড়ি। তাঁর এই লুক অনেকটা তাঁর জিৎ ছবির লুকের মতো হয়েছে। মিঠুন চক্রবর্তীর পরনে দেখা গেছে আর্মি টুপি, যার জন্য তিনি একটা সময় চর্চিত ছিলেন। এছাড়া তিনি একটা লেদার জ্যাকেট এবং ডেনিম পরে রয়েছেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...