১৯৮০-র দশকে, সুন্দরী এবং গ্লামারাস পুনম ধিলন ফিলম-এ নিজের সাফল্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। ১৬ বছর বয়সে ফিলম-এ তাঁর প্রথম আসা ত্রিশূল ছবির মাধ্যমে। এরপর নুরী অল্প বাজেটে তৈরি হলেও, ফিল্মটি হিট করে। এরপর তিনি দর্শকদের পরপর বহু হিট ফিলম উপহার দিয়েছেন। দক্ষিণি ছবিতেও তিনি কাজ করেছেন।

ফিলম-এর সাফল্য পুনমকে খ্যাতি এনে দিলেও ব্যক্তিগত জীবনে প্রেমের ক্ষেত্রে ততটা সফল হতে পারেননি এই অভিনেত্রী। তাঁর সঙ্গে রমেশ তলওয়ার, রাজ সিপ্পী এবং অশোক ঠাকরিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল একসময়। যে-কোনও কারণেই হোক প্রথম দুজনের প্রেম উপেক্ষা করে পুনম নির্মাতা অশোক ঠাকরিয়াকেই বেছে নেন এবং বিয়ে করেন। তাঁদের দুই সন্তান অনসোল এবং পালোমা। স্বামীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকার জন্য এবং পুনমকে সম্পূর্ণ উপেক্ষা করার কারণে ১৯৯৭ সালে অভিনেত্রী বিবাহবিচ্ছেদ করেন এবং সন্তানদের নিজের কাছেই রাখেন।

ফিলম ছাড়াও টিভি এবং থিয়েটারেও তিনি কাজ করেছেন। ১০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০২১ এ ২৬ নভেম্বর তাঁর ওয়েব সিরিজ দিল বেকারার ডিজনি এবং হটস্টার-এ রিলিজ হয়েছে। প্যান্ডেমিক চলাকালীন অনেক কষ্ট করেই এর শুটিং পর্ব চলেছে। তাঁর সঙ্গে হওয়া কিছু কথাবার্তার অংশ এখানে তুলে ধরা হল।

হঠাৎ করে Web Series-টি করতে কেন রাজি হলেন জিজ্ঞেস করাতে তাঁর মত হল, প্রথমে তিনি একটু দ্বিধা করেছিলেন যে সিরিজটা কেমন হবে এবং সেখানে কাজ করাটা তাঁর ঠিক হবে কিনা। কারণ ওয়েবের দর্শকদের চাহিদা অন্যরকম হয় এবং কনটেন্টও আলাদা হয়। গত কয়েক বছরে ওয়েব সিরিজ-এর জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পেয়েছে বলেই তিনি মনে করেন। সব থেকে বড়ো কথা এর দর্শকদের কাছে পৌঁছোবার যে-ব্যাপ্তি, তা অনেক বেশি। এছাড়াও ভালো গল্প, সেট-আপ, সঠিক নির্দেশক এবং ভালো কো-অ্যাক্টর ও অ্যাক্ট্রেস পাওয়াতে তিনি আর বেশি ভাবা বা দ্বিধা করার প্রয়োজন আছে বলে মনে করেননি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...