বাংলা রক মিউজিকের ৫০ বছরের গৌরবময় সময়কে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে, এবার শারদোৎসব উপলক্ষ্যে ‘Bingo! Tedhe Medhe’ প্রকাশ করল রক মিউজিক ‘ROCK অঞ্জলি’।

‘ROCK অঞ্জলি’ গানে সুরারোপ এবং কণ্ঠদান করেছেন ক্যাকটাস-এর সিদ্ধার্থ শঙ্কর রায় (সিদ্ধু), অভিজিৎ বর্মণ (পোটা), লক্ষীছাড়া-র গৌরব চট্টোপাধ্যায় (গাবু) এবং চন্দ্রবিন্দু-র অনিন্দ্য চট্টোপাধ্যায়। ‘Bingo! Tedhe Medhe’-র এই সংগীত-শ্রদ্ধা নিবেদন শুধু বাঙালি রকের সাংস্কৃতিক তাৎপর্যই উদযাপন করে না, বরং বন্ধুত্ব এবং বন্ধনের শক্তিকেও তুলে ধরে। আর  থিম, যা শারদোৎসব চেতনার সঙ্গে গভীরভাবে অনুরণিত হয়।

‘ROCK অঞ্জলি’-র গায়করা মনে করেন, গানটি বাংলা রকের মর্মকে ধারণ করে, একইসঙ্গে নতুন প্রজন্মের সংগীত-প্রেমীদের অনুপ্রাণিত করে। এটি বাঙালি শিল্প ও সংস্কৃতিতে সংগীত ঘরানা-র প্রতি গভীর প্রভাব ফেলে, যা বিগত ৫০ বছরের একটি শক্তিশালী প্রতিফলন বলা যায়।

‘Bingo! Tedhe Medhe’ তাদের মূল গ্রাহকদের সঙ্গে সংযোগ বাড়াতে এবং অনুপ্রাণিত করতে, চালু করেছে ‘ROCK অঞ্জলি’ সংগীত প্রতিযোগিতা।  এই প্রতিযোগিতা তরুণ প্রতিভাবান সংগীতশিল্পীদের দক্ষতা প্রদর্শন এবং শারদোৎসবে বাঙালি রকের উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। প্রতিযোগিতাটিতে কলেজ থেকে ১২০-জনেরও বেশি শিক্ষার্থী যোগ দিয়েছে। এরা শীর্ষস্থানীয় ১৫টি ব্যান্ডে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগের জন্য প্রতিযোগিতায় লড়ছে। এই ফাইনালিস্টরা উৎসবের সময় শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুজো প্যান্ডেলের মঞ্চে পারফর্ম করবেন, যা তাদের জীবনে প্রথমবার হাজারো মানুষের সামনে পারফর্ম করার সুযোগ দেবে। আর প্রথমবারের মতো, কলকাতা ‘ROCK অঞ্জলি পুজো ট্যুর’-এর অংশ হিসেবে একটি ‘কনসার্ট অন হুইলস’ -এর অভিজ্ঞতা লাভ করবে। চতুর্থী থেকে নবমী পর্যন্ত টানা ছয় দিন ধরে, এই সফরটি শহর জুড়ে ছয়টি বিখ্যাত পুজো প্যান্ডেল পরিদর্শন করবে, যা বাংলা রকের শক্তি ছড়িয়ে দেবে বহুদূর।

থিম সং সম্পর্কে কথা বলতে গিয়ে ‘আইটিসি ফুডস, স্ন্যাকস, নুডলস ও পাস্তা’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটিং হেড সুরেশ চন্দ জানয়েছেন, ‘ROCK অঞ্জলি’-র সঙ্গে ‘Bingo! Tedhe Medhe’ এবারের শারদোৎসবে বিশেষকিছু তৈরি করতে চেয়েছিল। ‘ROCK অঞ্জলি’ গানটি বাংলা রক সংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান করে এবং তরুণ, উদীয়মান প্রতিভাকে উজ্জ্বল করার জন্য একটি প্ল্যাটফর্ম দিতে উদ্যোগী। ‘ROCK অঞ্জলি পুজো ট্যুর’ এবং প্রতিযোগিতার মাধ্যমে, ‘Bingo! Tedhe Medhe’ কলকাতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুজো প্যান্ডেলগুলির মধ্যে একটিতে তরুণদের সঙ্গে সংযোগ করতে এবং পরবর্তী প্রজন্মের রকস্টারদের উৎসাহিত করতে চায়।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...