কিংবদন্তি সুরকার, কবি এবং গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে, ‘আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটি’ (ASCBCS) গর্বের সঙ্গে ‘সাত রং-কে স্বপ্নে... স্বপ্ন রঙিন সলিল সংগীত’ শিরোনামে একটি গ্র্যান্ড ট্রিবিউট কনসার্ট উপস্থাপন করতে চলেছে আগামী ১৯ নভেম্বর, ২০২৫ কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে, বিকেল ৫:০০ টা থেকে। নিবেদনে বোরোলিন।
একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা, যাঁর সংগীত, কবিতা এবং সংস্কৃতিতে বিশাল এবং বহুমুখী অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে, সেই মহান সলিল চৌধুরী-র স্মরণে ‘আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটি’ সম্মান জানানোর প্রয়াস শুরু করে গতবছর থেকে।
প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থা কনসার্ট, কর্মশালা, সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন করেছে, যা এই শতবার্ষিকী উদযাপনের অংশ। সলিল সংগীতের অমূল্য ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা এবং প্রচারের লক্ষ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং সামাজিক উদ্যোগের জন্য এই সোসাইটি নিবেদিতপ্রাণ।

সোসাইটিতে আছেন সভাপতি গৌতম ঘোষ, সহ-সভাপতি কল্যাণ সেন বরাট, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আচার্য, যুগ্ম সম্পাদক - অন্তরা চৌধুরী (সলিল চৌধুরী-র কন্যা), নির্বাহী সদস্য হৈমন্তী শুক্লা, ইন্দ্রাণী সেন, সৈকত মিত্র, মনোময় ভট্টাচার্য এবং বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়।
১৯ নভেম্বর সলিল শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি কনসার্টে মুম্বই এবং বাংলার বিখ্যাত সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতজ্ঞ এবং সুরকারদের অনেকেই একত্রিত হবেন। এই তালিকায় আছেন কবিতা কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম (মুম্বই), সুনীল কৌশিক (মুম্বই), শান্তনু মৈত্র (মুম্বই), মমতা শঙ্কর সহ ‘মমতা শঙ্কর ডান্স কোম্পানি’, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রূপংকর বাগচী, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী, সৈকত মিত্র, স্বপন বসু, ‘সুরধ্বনি’-র ছাত্র -ছাত্রীদের সঙ্গে অন্তরা চৌধুরী, দীপান্বিতা চৌধুরী, গৌরব সরকার, কল্যাণ সেন বরাট (ক্যালকাটা কয়্যার )। আর ওই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বসু ও পরিতোষ সিনহা।
কনসার্টটি কিংবদন্তি বেহালাবাদক এবং সুরকার ড. এল. সুব্রমানিয়ামের উপস্থিতি অন্যতম প্রাপ্তি হতে চলেছে।
১৯ নভেম্বর ২০২৫-এর বিশেষ প্রকাশনা সলিল চৌধুরী মেমোরিয়াল কালেকশন — বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তির লেখা এবং কিংবদন্তির সংগীত সৃষ্টির সম্পূর্ণ তালিকা সম্বলিত একটি সংকলন এবং এই সংকলন অভিক চট্টোপাধ্যায় এবং সঞ্জয় সেনগুপ্ত দ্বারা সম্পাদিত। দেজ পাবলিশিং দ্বারা প্রকাশ করা হবে।





