টলিউডে প্রথমসারিতে নিজের আসন প্রতিষ্ঠা করে নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাই তিনি প্রথম থেকেই ব্যস্ত অভিনেত্রী। সিনেমা ছাড়াও বিভিন্ন ওয়েবসিরিজ-এ অভিনয় করে দর্শকচিত্ত জয় করে চলেছেন তিনি। অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’ ছবিতে অভিনয় করে যেমন নজর কেড়েছেন কিছুদিন আগে, ঠিক তেমনই তাঁকে অভিনয় করতে দেখা গেছে ‘দিল বেচারা’ ছবিতেও। আবার ‘চরিত্রহীন থ্রি’, ‘পাঁচফোড়ন’,'পাতাললোক' প্রভৃতি ওয়েবসিরিজে অভিনয় করেও মাতিয়ে দিয়েছেন। বর্তমানে ‘মোহমায়া’ ওয়েবসিরিজ-এর অভিনয়ে ব্যস্ত আছেন তিনি। অবশ্য শুধু অভিনয়-ই নয়, আরও নানা ভাবে তিনি ব্যস্ত রেখেছেন নিজেকে। কখনও কোনও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে,আবার কখনও বিপনির দ্বারোদঘাটনে অংশ নিচ্ছেন তিনি।এই যেমন সম্প্রতি তিনি কলকাতা ও হাওড়া এই দুই শহরে গোদরেজ ইন্টেরিওর ফ্ল্যাগশিপ স্টোর লঞ্চ করলেন আনুষ্ঠানিক ভাবে।
আর এই স্টোর লঞ্চ উপলক্ষ্যে বিপনির পূর্ব শাখার জেনারেল ম্যানেজার সায়ন দে-কে প্রসঙ্গত স্বস্তিকা জানান তাঁর এক অন্যরকম অনুভূতির কথা। ‘এই বিপনি-র ইন্টেরিয়রের সঙ্গে আমার যোগসুত্র সেই ছেলেবেলার। আজকে কসবা এবং অবনী মলের আউটলেট দুটির উদ্বোধনী-অনুষ্ঠানে আসতে পেরে আমি আপ্লুত। অনেকের মতো, আমারও মনে হয় যে, গৃহসজ্জা আমাদের ব্যক্তিগত অভিরুচির প্রতিফলন। আমাদের নিজস্ব পরিসরকে আমরা যেমন ভাবে সাজাব, তা আসলে আমাদের ব্যক্তিত্বকে তুলে ধরবে। আমার মা-বাবার ব্যবহৃত আসবাবপত্র আমাকে খুব নস্টালজিক করে দেয়। আমি আজীবন সেই আসবাবপত্রকে আগলে রাখব।'