নেটফ্লিক্স-এর সিরিজ 'ভ্যাম্পায়ার ডায়ারিজ'-এর দৌলতে ভ্যাম্পায়ার, হাইব্রিড আর ওয়ারউলফদের সঙ্গে শুধু হলিউড ছবির ভক্তরাই নন-- এখন ভারতীয়রাও বেশ পরিচিত। ভ্যাম্পায়ার ডাইরিজের দ ওরিজিনালস, লেগাসিজ, কিংবা টিনউলফ বা টোয়াইলাইট সাগা-এর মতো সিরিজ যারা দেখেছেন, তাদের কল্পনা যাতে আরও পাখা মেলতে পারে, তাই এই ধরনের গল্প এবার তৈরি হবে বলিউডে৷ আজ্ঞে হ্যাঁ, বলিউডের পর্দায় আসছে Werewolf -এর গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে Varun Dhawan অভিনীত সেই ছবি ‘ভেড়িয়া’র পোস্টার।

পোস্টারে একেবারে ভিন্ন লুক-এ দেখা যাচ্ছে বরুণ ধাওয়ানকে। বড়ো বড়ো চুল আর  গালভর্তি চাপ দাড়িতে একেবারে হাড় হিম করা ইমেজ নিয়ে হাজির হয়েছেন এই তারকা। বরুণের আগুনের মতো জ্বলন্ত দুটি চোখর দিকে বেশিক্ষণ চোখ রাখা যাচ্ছে না। হিংস্র পশুর মতো হলদেটে চোখের মণি নিয়ে এই প্ৰথম পর্দায় নিজেকে তুলে ধরছেন বরুণ, এই  Bhediya  ছবির মধ্যে দিয়ে ৷

Varun Dhawan  নিজেই ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে জানিয়েছেন এই আসন্ন ছবির খবর। ক্যাপশনে লিখেছেন, " ভেড়িয়া – আমারই অংশ।" ছবিতে বরুণের সহ-অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে কৃতী শ্যাননকে। পোস্টার দেখেই আপ্লুত বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা। আলিয়া থেকে অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, মৌনি রয় – সকলেই প্রায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কমেন্ট বক্স জুড়ে। কৃতি স্যানন ছাড়াও, অভিষেক ব্যানার্জি -সহ আরও অনেককেই দেখা যেতে চলেছে এই ছবিতে।

পোস্টারের এই রহস্যময়তাই দর্শকদের কৌতুহল বাড়িয়ে দিয়েছে৷পূর্ণিমার রাতে নেকড়ের রূপ ধারণ করে যে- মানব, সেই নেকড়ে ও মানুষের সংমিশ্রণই ওয়ারউলফ৷ আর এই চরিত্রই করবেন বরুণ৷ এটা শুনে বেশ উত্তেজিত বরুণের টিনএজার অনুরাগীরা। শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ এবং  জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ের ‘রুহি’ - এর পর, দীনেশ বিজনের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ভেড়িয়া’।

ছবি প্রসঙ্গে পরিচালক অমর কৌশিক জানিয়েছেন, ভেড়িয়া একটি বিস্ময়কর গল্প। সিনেমার সঙ্গে জড়িত কলাকুশলীরা প্রত্যেকেই জানেন যে একেবারে আলাদা  কিছুই তৈরি হতে চলেছে। সেই কারণেই হলিউডের ভিজুয়্যাল ইফেক্ট স্টুডিও মিস্টার এক্স-কে এই সিনেমার ওই কাজের বরাত দেওয়া হয়েছে।শুধু ভিজুয়্যাল এফেক্টস নয়, ছবিতে অবাক করা আরও কিছু কারিগরী ব্যবহার করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।তাই ভেড়িয়া তৈরির সিদ্ধান্ত নেওয়ামাত্র, গ্রাফিক্স নিয়ে এই সংস্থাকেই চূড়ান্ত নির্বাচন করেছেন প্রযোজকরা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...