পারিবারিক ছবি - 'লভ কি অ্যারেঞ্জ ম্যারেজ'-এর ট্রেলার লঞ্চ করা হল সম্প্রতি৷ ছবিটি পরিচালনা করেছেন ইশরাত আর খান।  ‘ভানুশালী স্টুডিয়ো-জ লিমিটেড’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালি এবং কমলেশ ভানুশালি। ছবিটির সহযোগী প্রযোজক ‘থিঙ্কিঙ্ক পিকচারেজ লিমিটেড’।

সাজানো বিয়ে এবং অপ্রচলিত প্রেম বিষয়ক কাহিনিতে আধারিত এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন সানি সিং, অবনীত কউর, অন্নু কপূর, সুপ্রিয়া পাঠক এবং রাজপাল যাদব।

‘লভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’ ছবির কাহিনিতে দেখা যাবে, দুই কেন্দ্রীয় চরিত্রের প্রাথমিক পরিচয় পর্ব খুব প্রীতিকর ছিল না। ছিল মতভেদ এবং বাকযুদ্ধ। কিন্তু অপ্রত্যাশিত ভাবে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে ধীরে-ধীরে। এক সময় তারা যখন তাদের অভিভাবকদের জানায় তাদের সম্পর্কের বিষয়ে, তখন ছবির কাহিনি অন্য দিকে মোড় নেয়। দেখা যাবে, ছবির কেন্দ্রীয় চরিত্রের (সানি) বিপত্নীক বাবা ( অন্নু কপূর), ছেলের প্রেমিকা-র (অবনীত কউর) সিঙ্গল মাদার-এর (সুপ্রিয়া পাঠক) প্রতি দুর্বল। আবার অন্য দিকে সুপ্রিয়া পাঠকের প্রেমে পাগল রাজপাল যাদব। তৈরি হয় অদ্ভূত এক জটিল রোমান্টিক বাতাবরণ। কিন্তু সানি এবং অবনীত কি বিয়ে করবে, নাকি বাবা-মায়ের জন্য তাদের ভালোবাসা বিসর্জন দেবে, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ছবিটি দেখলে।

ZEE5-এর চিফ বিজনেস অফিসার মনীশ কালরা প্রসঙ্গত জানিয়েছেন,  'লভ কি অ্যারেঞ্জ ম্যারেজ'-এর মাধ্যমে চূড়ান্ত পারিবারিক বিনোদন নিয়ে আসতে পেরে আনন্দিত৷ এটি একটি অনন্য আখ্যান এবং  রোমান্টিক কমেডি, যা বর্তমান প্রজন্মের মধ্যে প্রেম এবং বিবাহ সম্পর্কে ইউনিক বার্তা দেবে।’

প্রযোজক বিনোদ ভানুশালি জানিয়েছেন, ‘লভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’ রাজ শাণ্ডিল্যের লেখা অসাধারণ একটি গল্প। খুব সুন্দর কমিক টুইস্ট আছে এই ছবির কাহিনিতে। ছবিটি পরিবারকে একত্রিত করবে এবং হাসি ও আনন্দের বিভিন্ন মুহূর্ত তৈরি করবে৷ আমরা Zee5 এর মাধ্যমে শ্রোতাদের ঘরে ঘরে এমন একটি কাহিনি আধারিত সিনেমা উপহার দিতে চলেছি ভেবে ভালো লাগছে।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...