নতুন একটি কমেডি শো-র সম্প্রচার শুরু করার কথা ঘোষণা করেছে ‘জি বাংলা সিনেমা’। এই কমেডি শো-টির শিরোনাম ‘তাং মত্ করো’।  বাংলা সিনেমার সেরা এবং মজার নির্বাচিত মুহূর্তগুলিকে একত্রিত করে তৈরি করা হয়েছে তিরিশ মিনিট দৈর্ঘ্যের এই শো-টি।

জনপ্রিয় বিভিন্ন বাংলা চলচ্চিত্রের সেরা কমেডি দৃশ্য এবং মজার সংলাপগুলিকে কিউরেট করে, একটি অর্থবহ বিষয়বস্তুতে এনে, মালা গাঁথা হয়েছে এই শো-তে।  বর্তমানে মানুষের ব্যস্ত এবং উদ্বেগপূর্ণ জীবনে কিছু সময়ের জন্য হাসিমজার ভীষণ প্রয়োজন। তাই, এমন একটি বিষয়কে মাথায় রেখেই এই কমেডি শো-টি পরিবেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই শো-এর কনসেপ্ট সত্যিই অভিনব, কারণ এই শো শুধু বাংলা সিনেমার সমৃদ্ধ হাস্যরসাত্মক ঐতিহ্যকে তুলে ধরবে না, পাশাপাশি, বিষয়বস্তুর উপর নির্ভর করে দর্শকদের নতুন কিছু বার্তা দেবে। বিভিন্ন বাংলা সিনেমার সংলাপ নির্ভর এবং সিচুয়েশন  নির্ভর কমেডি দৃশ্যগুলোকে খুঁজে বের করে, সুন্দর ভাবে সম্পাদনার মাধ্যমে প্রতিটি পর্ব তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে ‘জি সিনেমা’-র পক্ষ থেকে। কখনও প্রাধান্য দেওয়া হয়েছে কোনও সিনেমার বিশেষ কোনও কমেডি চরিত্রকে, আবার কখনও বেছে নেওয়া হয়েছে কোনও কমেডিয়ানকে। সব মিলে বলা যায়, দর্শকদের হাসিমজার উপকরণ উপহার দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকছে প্রতিটি পর্বে।

দর্শকরা যাতে সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে পারেন অল্প সময়ের মধ্যে, তাই প্রতিটি শো-এর দৈর্ঘ্য রাখা হয়েছে মাত্র তিরিশ মিনিট। তবে প্রতিটি পর্বে যাতে বৈচিত্র্য বজায় থাকে, সেই চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে। আর এ এক এমন কমেডি শো পরিবেশিত হতে চলেছে প্রতিদিন, যা দেখতে-দেখতে দর্শকরা তিরিশ মিনিট আর অন্য কোনও কিছুর দিকে নজর দিতে পারবেন না বলেও দাবি করা হয়েছে। এক কথায়, এই কমেডি শো চলাকালীন দর্শকরা টিভি-র সামনে থেকে উঠে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে। তাই, ‘তাং মত্ করো’, এই মজাদার এক নামকরণও করা হয়েছে শো-টির।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...