গভীর, মনস্তাত্ত্বিক এবং বলা যায় কিছুটা জটিল বিষয় নিয়েই সিনেমা তৈরি করেন অশোক বিশ্বনাথন। এবারও হয়তো এমনই একটি মর্মস্পর্শী বিষয়ের সিনেমা দেখবেন দর্শকরা। কারণ, অশোক বিশ্বনাথনের পরিচালনায় তৈরি হওয়া 'হেমন্তের অপরাহ্ন' ছবির বিষয়ও তেমনই সম্ভাবনা জাগিয়ে তুলেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বয়ং অশোক জানিয়েছেন, ‘এই চলচ্চিত্রে এমন একটি বিষয়কে তুলে ধরেছি, যা আপনাদের অবসরের পরের জীবন, মৃত্যুর পরের জীবন নিয়ে যেমন ভাবাবে, ঠিক তেমনই, আকাঙ্ক্ষা, হতাশা, ভার্চুয়াল বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিপূর্ণ সমাজের পরিবর্তনের মধ্যেও কীভাবে বেঁচে আছেন, সে সম্পর্কিত প্রশ্ন জাগাবে মনে। ছবির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন তথা গাজায় যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল দেখতে পাবেন।’
যাইহোক, কলকাতা-র মিন্টো পার্ক অঞ্চলের একটি অভিজাত ক্লাব রেস্তোরাঁয়, 'হেমন্তের অপরাহ্ন' ছবির ট্রেলার লঞ্চ করা হল সম্প্রতি। পরিচালক অশোক বিশ্বনাথন ছাড়াও, এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির প্রযোজক অমিত আগরওয়াল এবং অভিনেতা-অভিনেত্রীরা।
‘হেমন্তের অপরাহ্ন’ ছবির প্রযোজক অমিত আগরওয়াল প্রসঙ্গত জানিয়েছেন, ‘এই ছবিটি প্রযোজনা করতে পেরে আমি ভীষণই খুশি। ছবিটির গল্প, সামাজিক এবং মানসিক বার্তা, সর্বোপরি অশোক'দা যেভাবে ছবিটি পরিচালনা করেছেন, তা আমার খুব পছন্দ হয়েছে। তাঁর আগের গুরুত্বপূর্ণ কাজগুলির মতো এই ছবিটিও একই স্বাদ দেবে বলে আমার মনে হয়। যুবসমাজ এবং প্রবীণ সমাজের কাছে এক নতুন বার্তা দিতে চলেছে এই ছবি। এটি একটি পারিবারিক চলচ্চিত্র, এতে প্রত্যেককে অনুপ্রাণিত ও প্রভাবিত করার মতো গল্প এবং বার্তা রয়েছে। অনেকদিন পর ছবির ট্রেলার-এডিটর হিসেবে আমার কাজ করাটাও ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমি আশা করি দর্শকরা ট্রেলারটি পছন্দ করবেন এবং প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে আগ্রহী হবেন।’
এই উপলক্ষে, ‘হেমন্তের অপরাহ্ন’ ছবির অন্যতম মুখ্য অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। এমন একটি চলচ্চিত্র যা জীবনের জটিলতাকে সুন্দরভাবে ধারণ করে এবং দর্শকদের সঙ্গে গভীরভাবে অনুরণিত হওয়ার সুযোগ দেবে।’