২১ বছর বয়সি তরুণী কুহু মিত্র-র প্রতিভা বহুমুখী। মূলত তিনি চিত্রশিল্পী। অ্যাক্রিলিক, ওয়াটার কালার,  পেন অ্যাণ্ড ইংক, চারকোল প্রভৃতি মাধ্যমে ছবি আঁকেন তিনি। বিভিন্ন বইয়ের প্রচ্ছদ কিংবা গল্প-প্রবন্ধের অলংকরন করেও ইতিমধ্যে দেশে-বিদেশে নজর কেড়েছেন কুহু মিত্র। ১৬ জুন রবিবার ‘ক্যালকাটা রোয়িং ক্লাব’-এ কুহু-র যাবতীয় শিল্পকর্ম প্রদর্শিত হল আনুষ্ঠানিক ভাবে।

প্রসঙ্গত কুহু জানিয়েছেন, ছোটোবেলা থেকেই আঁকা-র প্রতি তাঁর ঝোঁক ছিল প্রবল। মা, বাবা-র সঙ্গে আর্ট গ্যালারিতে গিয়ে ছবি দেখতেন কুহু। তাই বলা যায়, আঁকার প্রতি কুহু-র ভালোবাসা জন্মায় সেই ছোটো থেকেই।

স্কুলে পড়াকালীন বিভিন্ন আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন কুহু। তাঁর আঁকা ছবি ‘দ্য টেলিকিডস-এ’ ছাপা হয়েছে একাধিকবার। পুরস্কারও পেয়েছেন তিনি। 'ইনট্যাক্ট' পরিচালিত একটি সর্বভারতীয় প্রতিযোগিতায় স্কুলের পক্ষ থেকে অংশ নিয়ে ‘রিজিওনাল উইনার’ (২০১৭-২০১৮) ট্রফিও জিতেছেন কুহু।

নার্সারি থেকে ক্লাস টুয়েল্ভ পর্যন্ত মর্ডান হাই স্কুল ফর গার্লস -এ শিক্ষা নিয়েছেন তিনি। স্কুলের টিচাররা অনেকেই কুহু-কে চিত্রকলা নিয়ে পড়াশুনা করার জন্য উৎসাহ দিয়েছেন। স্কুল ম্যাগাজিন-এর ডিজাইন টিম-এর অন্যতম সদস্যও ছিলেন কুহু।

কম বয়সিদের জন্য ছবির বই তৈরি করতে চান কুহু। বাংলা এবং বাঙালির ঐতিহ্যকেও তুলে ধরতে চান চিত্রশিল্পের মাধ্যমে এবং সেই বই পৌঁছে দিতে চান আবিশ্বে। শারদোৎসব-কে থিম করে ছবি সহ ১৫ পাতার একটি বইও তৈরি করেছেন কুহু।

ক্লাস টুয়েল্ভ-এর পর ২০২১-এ কুহু মিত্র নিউ ইয়র্ক  চলে যান। নিউ ইয়র্ক সিটি-তে ‘স্কুল অফ ভিসুয়াল আর্টস’-এ 'ইলাস্ট্রেশন'-এ ব্যাচেলর অফ ফাইন আর্টস-এর ছাত্রী কুহু কলেজ থেকে আংশিক স্কলারশিপও পেয়েছেন। গল্প এবং কবিতা-র বইয়ের প্রচ্ছদের ছবি এঁকেও ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন কুহু মিত্র।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...