কিছুদিন আগেই কঙ্গনা রানাওয়াতও একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল।এবার দক্ষিণী নায়িকা সাই পল্লবী, ফরসা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করার জন্য ২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন।
সাই পল্লবী বর্তমানে তেলুগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ৷তারই মাঝখানে এসেছিল এই প্রস্তাব৷গায়ের রঙয়ের বিষয়টি যে তাঁর কাছে কতটা গুরুত্বহীন, এই প্রত্যাখ্যানে তা বুঝিয়ে দিলেন দক্ষিণী অভিনেত্রী৷  সাই সরাসরি অস্বীকার করেছেন ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনের মডেল হতে। "দেড় কোটি টাকার অফার এক কথায় ছেড়ে দিয়েছি,"৷এক সাক্ষাতকারে বলেছেন তিনি, “ওই ঘৃণ্য শব্দগুলো উচ্চারণ করতে পারব না মানুষ হয়ে, নারী হয়ে ”৷

বস্তুত ফর্সা হওয়াকেই সৌন্দর্যের মাপকাঠি বলে মনে করে ভারতীয় সমাজ৷ প্রচলিত এই ধ্যান-ধারণা বদলানোর সময় এসে গিয়েছে এবার৷ সেই ধারণার গায়েই প্রবল ধাক্কা দিয়েছেন রুপোলি পর্দার এই অভিনেত্রীরা৷ তবে বলিউড-সহ একাধিক তারকাই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করেছেন এর আগে। এর প্রতিবাদস্বরূপ, নন্দিতা দাস একবার ডার্ক ইজ বিউটিফুল নামের একটি ক্যাম্পেন শুরু করেছিলেন। কয়েকদিন আগে সাই পল্লবীকে, একটি সাক্ষাত্কারে বর্ণ নিয়ে পক্ষপাত প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, “এটাই তো ভারতীয়দের গায়ের রং।আমরা কোনও বিদেশিকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না কেন আপনার গায়ের রং সাদা।সবার আলাদা গায়ের রং রয়েছে।আর সেটাই স্বাভাবিক৷ আফ্রিকানদেরও নিজস্ব রং রয়েছে। এবং এরা সবাই নিজের মতো করে সুন্দর ”৷

সাই পল্লবী প্রতিটি সিনেমাতেই তাঁর লুক খুবই সাদামাটা রাখেন। মেকআপ দিয়ে মুখের কোনো দাগ ঢাকেন না। আর তাই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি৷জানা গেছে, একটি শপিং মলের প্রচারের জন্য পোশাকের বিজ্ঞাপনের প্রস্তাবও পেয়েছিলেন সাই পল্লবী। কিন্তু বিজ্ঞাপনে কাজ করতে একদমই আগ্রহী নন এই নায়িকা। তাই এক কোটি টাকার এই প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...