২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর উদবোধন হয়ে গেল গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ। উদবোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উদবোধনী মঞ্চ থেকে-ই তিনি ইচ্ছেপ্রকাশ করেন, ‘ভারতরত্ন দেওয়া হোক অমিতাভজী-কে’। তবে তিনি জানান, অফিসিয়ালি নয়, আনফিসিয়ালি এই ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত তিনি এও জানান যে, ‘এমন আইকন আর পাওয়া যাবে না’। অবশ্য শুধু এই ইচ্ছেপ্রকাশ-ই নয়, বিগ বি-র ভূয়ষী প্রশংসাও করেন তিনি। কৃতজ্ঞতা জানিয়ে অমিতাভ বচ্চন-এর উদ্দেশ্যে তিনি জানান, অমিতাভজী শুধু বড়ো অভিনেতা-ই নন, মানুষ হিসাবেও তিনি মহান। তাঁর তুলনা হয় না। তিনি এবারও এই উৎসবে যোগ দিয়েছেন, তাই তাঁকে কৃতজ্ঞতাও জানান মুখ্যমন্ত্রী।

এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও বেশ আবেগপ্রবণ ছিলেন বলে মনে হয়েছে। তিনি বাংলায় বক্তব্যও রাখেন কিছুটা। সিনেমার সঙ্গে সময় এবং সমাজের সম্পর্কের বিষয়টি তুলে ধরার পাশাপাশি, তিনি আবেগল্পুত হয়ে কলকাতার মানুষ-কে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি চিরকাল আপনাদের জামাইবাবু হয়ে থাকব’। এদিন আর এক বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহাও অমিতাভ বচ্চনকে 'ন্যাশনাল আইকন' বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যি-ই অমিতাভ-ময়। উদবোধনী মঞ্চে যেমন তিনি আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন, তেমনই মূল উৎসবে অমিতাভ বচ্চন-কে এবার বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। অমিতাভ বচ্চন-কে নিয়ে ‘আ লিভিং লেজেন্ড’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনীর অয়োজন করা হয়েছে গগনেন্দ্র প্রদর্শশালায় এবং নজরুল তীর্থে। শুধু তাই নয়, রেটরোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে অমিতাভ বচ্চন অভিনীত ৯টি ছবি।

প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজি  ইন্ডোর স্টেডিয়াম-এ আয়োজিত ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদবোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়া, মঞ্চে আলো ছড়িয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, শাহ রুখ খান, রানি মুখোপাধ্যায়, পরিচালক মহেশ ভট্ট, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, গায়ক কুমার শানু, গায়ক অরিজিৎ সিং, টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, চুর্নী গঙ্গোপাধ্যায় প্রমুখ। উদবোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দলের নৃত্যশিল্পীরা। উদবোধনী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। উদবোধনী অনুষ্ঠানে দেখানো হয় হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ১৯৭৩ সালের সুপারহিট সঙ্গীতমুখর ছবি ‘অভিমান’। এই ছবিটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আশরানি, বিন্দু এবং ডেভিড।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...