Breakfast হল দিনের প্রথম খাওয়া৷ সারারাত ফাস্টিং বা উপবাসের পর এটি খাওয়া হয় বলেই এর নাম ব্রেকফাস্ট৷ দিনের প্রথম খাবারগুলো তাই যতটা সম্ভব পুষ্টিগুণে ঠাসা হওয়াই ভালো ৷ কিন্তু রোজ নতুন নতুন Breakfast recipes মাথা খাটিয়ে বের করা কঠিন৷ আপনাকে পরামর্শ দিতে এগিয়ে এলেন আমাদের দুই পাঠিকা৷  আপনার জলখাবারে রাখতে পারেন সবুজ মুগডালের চিল্লা কিংবা সুজির ইডলি। সুস্বাদু এবং পুষ্টিকর এই খাবারগুলি তৈরির উপকরণ এবং পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

 

সবুজ মুগডালের চিল্লা

উপকরণ : পরিমাণমতো গোটা মুগ বা সবুজ মুগ ডাল, পরিমাণমতো আদা, কাঁচালংকা, কুচোনো পেঁয়াজ, টম্যাটো ও ধনেপাতা। চিল্লা ভাজার জন্য তেল।

প্রণালী : সবুজ মুগডাল সারারাত ভিজিয়ে রেখে রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন। মিক্সিতে আদা, কাঁচালংকা ও সামান্য নুন-সহ পেস্ট করে নিতে হবে। মিশ্রণটি খুব পাতলা বা খুব ঘন হবে না। তাই পরিমাণমতো জল মিশিয়ে এমন ভাবে ব্যাটারটি প্রস্তুত করতে হবে, যাতে ফ্রাইপ্যানে এটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসা বা প্যানকেক-এর মতো তৈরি করা যায়।

গোলা বা মিশ্রণটি তৈরি করে নিন৷ এবার আগুনে ফ্রাইপ্যান বসিয়ে তাতে হাতা বা ছোটো স্টিলের বাটি করে মিশ্রণটি নিয়ে ফ্রাইপ্যানে ঢেলে, ঘুরিয়ে ঘুরিয়ে বড়ো করে নিন। এটি দেবার আগে কোনও তেল ব্যবহার করা যাবে না। কাঁচা থাকা অবস্থায় চিল্লাটির উপর কুচিয়ে রাখা কাঁচালংকা, পেঁয়াজ, টম্যাটো, ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। এরপর তেল চিল্লার চারদিকে ও উপরে ব্রাশ করে দিতে হবে। মাঝারি আঁচে এটি ভাজতে হবে এবং নীচের অংশ ভাজা হলে উলটো পিঠ ভেজে নিলে চিল্লা প্রস্তুত। টক দই, ধনেপাতা পেস্ট করে একটি চাটনি বানিয়ে চিল্লা পরিবেশন করুন।

                                                                    ( রেসিপি -শর্মিলা ব্যানার্জি )

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...