পরিবারের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে  নিজের হাতে তৈরি খাবার পরিবেশন করে পেতে পারেন৷ এ যেন স্বর্গীয় আনন্দ। পরিবারে কারও জন্মদিনে এই সুযোগ হাত ছাড়া করবেন না। প্লেটে রাখতে পারেন  অভিনব দুটি Sweet dish বা মিষ্টির পদ।

সিনেমন অ্যাপল ব্রাউনি ক্ষীর

উপকরণ – ১/২ কাপ ব্রাউন রাইস (সেদ্ধ করা), ১ লিটার টোন্ড বা ফুলক্রিম দুধ, ১ কাপ আপেল খোসা ছাড়িয়ে গ্রেট করা, ৫০ গ্রাম ব্রাউন সুগার, ১ বড়ো চামচ কিশমিশ, ১ বড়ো চামচ বাদাম খোসা ছাড়িয়ে বাটা, ১/৪ ছোটো চামচ ছোটো এলাচগুঁড়ো, ১/৪ ছোটো চামচ দারচিনিগুঁড়ো, ১ ছোটো চামচ পেস্তাকুচি, অল্প আপেল সাজানোর জন্য।

প্রণালী - দুধ ফুটিয়ে সেদ্ধ করা চালটা ঢেলে ঘন হওয়া অবধি ফোটাতে থাকুন। এতে ব্রাউন সুগার আর গ্রেট করা আপেল দিয়ে, চিনি মিশে যাওয়া অবধি নাড়াচাড়া করুন। এবার মেওয়া ও দারচিনিগুঁড়ো মিশিয়ে দিন। আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন, তারপর ফ্রিজে সেট হতে দিন। আপেলকুচি দিয়ে সাজিয়ে সার্ভ করুন।

চকোলেট রাইস পুডিং

উপকরণ – ১/২ কাপ ব্রাউন রাইস সেদ্ধ করা, ১ কাপ দুধ, ৪ বড়ো চামচ মেওয়া, ৪ বড়ো চামচ চিনি, এক চিমটে কেসর রং, ১/৪ কাপ চকোলেট সস, ১টি কিউয়ি ছোটো টুকরো করা, ১/২ আপেল ছোটো টুকরোয় কাটা, ৪টি চকোলেট সিগার সাজানোর জন্য।

প্রণালী - দুধে চিনি আর মেওয়া দিয়ে ফোটান। এতে সেদ্ধ করা চাল দিয়ে ঘন হতে দিন। দুধ গাঢ় হয়ে গেলে কেসর রং দিন। নামিয়ে ঠান্ডা হতে দিন, তারপর ফ্রিজে রাখুন। সার্ভিং বোল-এ কুচোনো ফল দিন। উপর থেকে ফ্রিজে রাখা ক্ষীর ঢালুন। এবার চকোলেট সস ছড়ান। চকোলেট সিগার সাজিয়ে পরিবেশন করুন।

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...