হেপাটাইটিস এ এবং বি নিয়ে অনেকে আলোচনা করেন কিন্তু হেপাটাইটিস সি সম্পর্কে খুব বেশি ধারণা অনেকেরই নেই। অথচ হেপাটাইটিস সি একটি বিপজ্জনক অসুখ। তাই এই রোগকে ঠিক মতো প্রতিরোধ করতে না পারলে কিংবা চিকিৎসা করতে না পারলে, মৃত্যুও ঘটতে পারে। কারণ, হেপাটাইটিস এ এবং বি-র ভ্যাকসিন আবিষ্কার হলেও, হেপাটাইটিস সি-র কোনও ভ্যাকসিন নেই। বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন উপলক্ষ্যে, হেপাটাইটিস সি রোগটি সম্পর্কে বিশদে জানালেন অ্যাপোলো গ্লেনেগল্স হসপিটাল, কলকাতা-র ইন্সটিটিউট অফ গ্যাস্ট্রোসায়েন্সেস-এর হেড ডা. মহেশ কুমার গোয়েংকা।

হেপাটাইটিস সি হল এমন একটি ভাইরাস যার থেকে লিভারের (যকৃতের) জটিল রোগ হয় এবং এর থেকে সিরোসিস, লিভার ফেলিওর এবং লিভার ক্যানসার হতে পারে। যেহেতু অনেক বছর ধরে এর কোনও উপসর্গ তৈরি হয় না, তাই হেপাটাইটিস সি-তে আক্রান্ত বেশির ভাগ লোকই জানেন না যে তারা সংক্রমিত, তাই হেপাটাইটিস সি-কে নীরব মহামারি বলা হয়। প্রাথমিক ভাবে প্রকাশ পাবার অনেকদিন পরে লিভারে সিরোসিস, লিভার ফেলিওর এবং লিভার ক্যানসার হতে পারে।

হেপাটাইটিস সংক্রমণ হল একটি তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক স্বাস্থ্য সমস্যা, যাতে এইচসিভি-সম্পর্কিত জটিলতার কারণে প্রাথমিক ভাবে বছরে অনেক রুগির প্রতিরোধযোগ্য মৃত্যু হচ্ছে।

যেহেতু ক্রনিক হেপাটাইটিস সি-তে আক্রান্ত বেশিরভাগ লোকেরই কোনও উপসর্গ থাকে না, তাই তারা পরীক্ষা না হওয়া পর্যন্ত জানতেই পারেন না যে, তারা সংক্রমিত। ক্রনিক হেপাটাইটিস সি-তে আক্রান্ত লোকেরা কোনও উপসর্গ ছাড়াই বা অসুস্থ না হয়ে কয়েক দশক পর্যন্ত বেঁচে থাকতে পারেন। যখন উপসর্গগুলো প্রকাশ পায়, তখন সেগুলো প্রায়শই অ্যাডভান্সড্ লিভারের রোগের একটি লক্ষণ হিসাবে দেখা দেয়। হেপাটাইটিস সি-এর উপসর্গের মধ্যে আছে---- জ্বর, ক্লান্তি, খিদে না পাওয়া, বমি বমি ভাব, বমি হওয়া, পেটে ব্যথা, গাঢ় রঙের প্রস্রাব, ধূসর রংয়ের মল, গাঁটে ব্যথা এবং জন্ডিস।

ডা. মহেশ কুমার গোয়েংকা জানিয়েছেন, হেপাটাইটিস সি-তে আক্রান্ত কিছু লোক ভাইরাস থেকে মুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু বেশিরভাগ লোক যারা সংক্রমিত হন, তাদের একটি ক্রনিক বা জীবনব্যাপী সংক্রমণ তৈরি হয়। চিকিৎসার বিলম্বে ক্রনিক হেপাটাইটিস সি থেকে লিভারের জটিল সমস্যা হতে পারে যার মধ্যে আছে লিভার নষ্ট হয়ে যাওয়া বা সিরোসিস, লিভার ফেলিওর বা লিভার ক্যানসার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...