‘সন্তানের ঠিক মতো জন্ম দিতে পারব তো? খুব কষ্ট পাব না তো? বাঁচব তো?’– মনের মধ্যে এমন হাজারও প্রশ্ন এবং দুঃশ্চিন্তা নিয়ে দিন কাটান অনেক গর্ভবতী মহিলা। এখন পরিবার ভেঙে অণু পরিবার হয়েছে। তাই প্রথম মা হতে যাওয়া তরুণীর ভয়-ভ্রান্তিগুলো কাটিয়ে দেওয়ার মতো অভিজ্ঞ পরামর্শদাত্রীর (শাশুড়ি) অভাব রয়েছে। এই সময় অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে কী খেতে হয়, কীভাবে শুতে হয়, কী করা উচিত আর কী করা উচিত নয়, সমস্যা কিংবা কষ্ট হলে কীভাবে তা লাঘব করতে হবে প্রভৃতি বিষয়ে পরামর্শ দেওয়ার কেউ থাকে না পরিবারে। অবশ্য শুধু প্রি-ডেলিভারি পর্বেই নয়, পোস্ট ডেলিভারি পর্বেও নানারকম সমস্যা তৈরি হয়। সন্তান এবং নিজেকে (সদ্য হওয়া মা) সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্যও নির্দিষ্ট জ্ঞান এবং পরামর্শের প্রয়োজন। আর তাই মা হতে যাওয়া তরুণীর চাইল্ড বার্থ-এডুকেশন নেওয়া ভীষণ জরুরি। এখন প্রশ্ন, কী এই চাইল্ড বার্থ-এডুকেশন? কোথায়, কারা-ই বা দেন এই এডুকেশন?

চাইল্ড বার্থ-এডুকেশনের কনসেপ্ট চিন, জাপান, আমেরিকায় বেশ পুরোনো হলেও, আমাদের দেশে এই কনসেপ্ট বেশিদিনের নয়। দিল্লি, মুম্বইয়ে এই ধরনের এডুকেশন কিংবা ওয়ার্কশপ কিছুদিন আগে চালু হলেও, কলকাতায় একেবারে নতুন। প্রসঙ্গত ডা. ইন্দ্রাণী লোধ জানালেন, তাঁর ‘উর্বরা আইভিএফ সেন্টার’-এ সম্প্রতি তিনি কমপ্লিট চাইল্ড বার্থ-এডুকেশন চালু করেছেন। আসলে, পেশাগত অভিজ্ঞতায় ডা. লোধ এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার বিষয়টি অনুভব করেছিলেন। তিনি দেখেছেন, অজ্ঞতার কারণে অনেক গর্ভবতী মহিলা নিজের এবং তার গর্ভস্থ শিশুর অনেক ক্ষতি করে শেষ মুহূর্তে তাঁর কাছে এসেছেন চিকিৎসার জন্য। কেউ হয়তো শোওয়া-বসায় গন্ডগোল করেছেন, কেউ-বা গর্ভাবস্থায় সেনসেটিভ পিরিয়ড-এ সঙ্গমে লিপ্ত হয়ে সমস্যা তৈরি করেছেন, আবার কেউ হয়তো না জেনে গর্ভাবস্থায়ও জেনারেল মেডিসিন খেয়ে ক্ষতি করেছেন। কলকাতার আরও এক গাইনিকোলজিস্ট ডা. গৌতম খাস্তগীরও প্রসঙ্গত জানালেন, তাঁর ক্লিনিক-এ চাইল্ড বার্থ এডুকেশন চালু করেছেন, তবে তা নর্মাল প্রেগন্যান্ট মহিলাদের জন্য নয়, হাই-রিস্ক প্রেগন্যান্টদের জন্য। অর্থাৎ, যে-সব গর্ভবতীরা কোনও কম্প্লিকেসি নিয়ে চিকিৎসার জন্য আসেন, তাদেরকে চিকিৎসার পাশাপাশি চাইল্ড বার্থ এডুকেশন দেওয়া হয়। তবে ভবিষ্যতে সাধারণ গর্ভবতীদের জন্যও বার্থ এডুকেশন চালু করার কথা ভেবেছেন বলে জানিয়েছেন ডা. খাস্তগীর।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...