এমন অনেক অসুখ আছে যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। Deep vein thrombosis বা সংক্ষেপে ডিভিটি তেমনই একটি অসুখ। ভারতবর্ষের ১১ টি রাজ্যে মোট ৪৬টি স্বাস্থ্যকেন্দ্রে সমীক্ষা করে দেখা গেছে, অন্য অসুখের চিকিৎসার জন্য ভর্তি হওয়া রুগিদের অনেকেই ডিভিটিতে আক্রান্ত হয়েও বুঝতে পারেন না। আর এইসব রুগিদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে। তাই, ডিভিটি অসুখটি সম্পর্কে বিশদে জেনে নিয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে।

ডিপ ভেন থ্রমবোসিস আসলে কী?

কোমরের নীচের অংশে অর্থাৎ থাই থেকে হাঁটুর মধ্যের মাংসল অংশের রক্তনালির মধ্যে কোনওভাবে যদি রক্ত জমাট বেঁধে যায়, তাহলে ডিপ ভেন থ্রমবোসিস-এর সমস্যা তৈরি হয়। আর রক্তনালিতে রক্ত জমাট বাঁধার কারণে হৃৎপিণ্ড পর্যন্ত রক্ত পৌঁছোতে পারে না। তাই ওই জমাট বাঁধা অংশ উত্তপ্ত হয়ে ওঠে এবং সামান্য ব্যথা অনুভূত হতে থাকে। আর ওই জমাট বাঁধা রক্ত যদি হৃৎপিণ্ডর নালিতে চলে যায়, তাহলে এর পরিণাম ভয়ংকর হতে পারে। শ্বাসকষ্ট থেকে শুরু করে জ্ঞান হারানোর (সেন্সলেস) ঘটনাও ঘটতে পারে।

ডিভিটির কারণ

  • কোমরের নীচের অংশে বড়ো আঘাতের ফলে রক্তনালিতে এর খারাপ প্রভাব পড়ে অর্থাৎ রক্ত জমে রক্তপ্রবাহে বিঘ্ন ঘটায়।
  • শরীরে যদি লোহিত রক্ত কণিকার পরিমাণ হঠাৎ খুব বেড়ে যায়, তাহলেও ডিভিটির সমস্যা তৈরি হতে পারে।
  • কোনও মহিলা যদি প্রি-ম্যাচিওর সন্তানের জন্ম দেন, দীর্ঘদিন বার্থ কন্ট্রোল পিল সেবন করেন কিংবা সিজারিয়ান বেবির জন্ম দেন, তাহলেও ডিভিটির সমস্যা দেখা দিতে পারে।

ডিভিটির লক্ষণ

৬০ বছর বয়সের পরে সাধারণত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আজকাল নানা কারণে সব বয়সেই হতে পারে এই অসুখ। আর এই অসুখের লক্ষণগুলি হলঃ

  • যে-কোনও একটি পায়ে দেখা যায় লাল দাগ। তবে এই লাল দাগ কখনও কখনও আবার কালচে নীল বর্ণও ধারণ করতে পারে
  • পায়ে হালকা যন্ত্রণা শুরু হয়ে ক্রমশ তা বাড়তে থাকে। পা ভাঁজ করার সময়ই এই ব্যথা বেশি অনুভূত হয়।
  • পায়ের মাংসপেশি কাঁপতে থাকে মাঝেমধ্যে এবং রাতে এই সমস্যা বাড়তে থাকে।

পরীক্ষানিরীক্ষা

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...