বিভিন্ন কারণে মানুষের শরীরে বাসা বাঁধছে রোগজীবাণু। তাই, সাধারণ অসুখ থেকে শুরু করে জটিল রোগে হামেশাই আক্রান্ত হচ্ছেন অনেকে। এরমধ্যে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে দুশ্চিন্তার মাত্রা বাড়তে থাকে। কারণ, ক্যান্সার মানেই বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু ভয় তাড়া করে বেশিরভাগ রোগীকে। কেউ ক্যান্সারে আক্রান্ত হলে, পরিবারের সদস্যরাও শান্তিতে ঘুমোতে পারেন না নানা কারণে। আর্থিক দুশ্চিন্তা ছাড়াও, সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, সেই ব্যাপারেও থাকে অজানা আশঙ্কা।

ওষুধ, কেমোথেরাপি নাকি সার্জারি—কোন মাধ্যমে রোগীর কষ্ট দূর হবে, সেই চিন্তা থাকে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়স্বজন সবার। যদি সার্জারির প্রয়োজন হয়, তাহলে কী ধরণের সার্জারি সুফলদায়ক হবে, তা নিয়েও থাকে দ্বিধাদ্বন্দ্ব। আর এইসব বিষয় মাথায় রেখেই, ক্যান্সার চিকিৎসায় চালু হয়েছে রোবোটিক সার্জারি।

ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে রোবোটিক সার্জারি কতটা নিখুঁত এবং সুফলদায়ক, এই বিষয়ে সঠিক বার্তা দিতে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল কলকাতা-র নিউ টাউনের এইচসিজি ক্যান্সার সেন্টার। এই উপলক্ষ্যে কলকাতা প্রেস ক্লাব-এ ‘দা ভিঞ্চি এক্স’ রোবটটিও লঞ্চ করা হয় আনুষ্ঠানিক ভাবে। আর এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বোবোটিক অনকো-সার্জারি বিশেষজ্ঞরা। এই তালিকায় ছিলেন এইচসিজি ক্যান্সার সেন্টার-এর এইচওডি ও সিনিয়র কনসালট্যান্ট এবং হেড অ্যান্ড নেক অনকোলজির বিশেষজ্ঞ ডা. রাজীব শরণ, জিআই অনকোলজির পরামর্শদাতা এবং বিশেষজ্ঞ ডা.  এস কে বালা, এইচওডি ও সিনিয়র কনসালট্যান্ট এবং সার্জিক্যাল ইউরো অনকোলজির বিশেষজ্ঞ ও সার্জিক্যাল ইউরো অনকোলজির বিশেষজ্ঞ ডা. গৌরব আগরওয়াল,  স্ত্রীরোগ ও প্রসূতি রোগবিদ্যা বিশেষজ্ঞ ডা. সুব্রত দেবনাথ, পরামর্শদাতা এবং বিশেষজ্ঞ থোরাসিক সার্জন ডা. প্রিয়া এশপুনিয়ানি, সহযোগী পরামর্শদাতা এবং GI সার্জিক্যাল অনকোলজির বিশেষজ্ঞ ডা. করণ সেহগাল প্রমুখ। এঁরা সকলেই ক্যান্সারের চিকিৎসায় রোবোটিক সার্জারির উল্লেখযোগ্য সুবিধার উপর আলোকপাত করেন।

‘হেলথ কেয়ার গ্লোবাল’-এর আঞ্চলিক ব্যবসায়িক প্রধান (ইস্ট অ্যান্ড এপি) প্রতীক জৈন প্রসঙ্গত জানিয়েছেন, ‘এইচসিজি যে রোবোটিক অনকো কনক্লেভ-এর আয়োজন করেছে, তা হল শহরের ক্যান্সার বিশেষজ্ঞদের দলকে, ক্যান্সার রোগীদের সর্বোত্তম চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের সঙ্গে রোবোটিক্সের শক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়ে আলোকপাত করবে। এইচসিজি ক্যান্সার সেন্টার ‘দা ভিঞ্চি এক্স’ রোবোটিক সার্জারি সিস্টেম চালু করেছে। যা  ক্যান্সারের রোগীদের সার্জারির সময়কে কমিয়ে আনবে এবং ক্যান্সারের রোগীদের দ্রুত আরাম দেবে।'

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...