কিছু মানুষ আছেন, যারা অসুস্থ হলেই দিশাহারা হয়ে পড়েন। বিশেষকরে বয়স্ক লোকেরা অসহায়ত্ব ভোগ করেন বেশি। কোথায়, কোন চিকিৎসা কেন্দ্রে গেলে ভালো চিকিৎসা পরিসেবা পাওয়া যাবে কিংবা কোন ডক্টর কোন অসুখের জন্য সঠিক এবং উপযুক্ত, এইসব বিষয়ে নির্দিষ্ট ধারণা থাকে না। আবার এমন অনেকেই আছেন যারা উপযুক্ত চিকিৎসা পরিসেবা পাওয়ার জন্য ভিন রাজ্যের চিকিৎসা কেন্দ্র কিংবা চিকিৎসকের খোঁজ করেন কিন্তু সঠিক তথ্য পান না। অনেক সময় এমনও হয় যে, চিকিৎসা বিষয়ক সঠিক তথ্য কিংবা ধারণা না থাকার জন্য, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন অনেকে।
মনে রাখবেন, যে-কোনওরকম দুশ্চিন্তা শরীরের পক্ষ্যে ক্ষতিকারক। তাই দুশ্চিন্তামুক্ত থাকতে সতর্ক থাকুন আগে থেকেই। সেইসঙ্গে, স্বাস্থ্য পরিসেবা কোথায় সহজলভ্য, সেই বিষয়ে খোঁজখবর রাখুন।
সম্প্রতি স্বাস্থ্য পরিসেবা বিষয়ক এক গুরুত্বপূর্ণ তথ্য দিল বেহালায় অবস্থিত ‘হেলথ চেক’ স্বাস্থ্যকেন্দ্র। এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, কলকাতা-র নাগরিকদের কথা মাথায় রেখে, এই সেন্টার-এ চালু করা হয়েছে স্যাটেলাইট হেলথ চেক-আপ। অর্থাৎ, এবার থেকে এই ‘হেলথ চেক’ সেন্টার-এ গেলেই স্যাটেলাইট মাধ্যমে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের থেকেও পরামর্শ নেওয়া যাবে সহজে। অবশ্য শুধু চিকিৎসকদের পরামর্শই নয়, প্রয়োজনে চেন্নাই গিয়েও যাতে ঝামেলাহীন চিকিৎসা পরিসেবা নিতে পারেন রোগীরা, সেই ব্যবস্থাও এই সেন্টার-এর মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে।
অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের সঙ্গে যৌথ ভাবে এই স্যাটেলাইট কেন্দ্র চালু করেছে বেহালার এই ‘হেলথ চেক’ সেন্টার। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ট্রমা এবং অর্থোপেডিক সার্জন এবং সিনিয়র কনসালট্যান্ট ডা. মাধন থিরুভেনগাদা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ‘এই স্যাটেলাইট স্বাস্থ্য পরিসেবার মাধ্যমে রোগীরা কলকাতায় থেকেই চেন্নাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং সঠিক ভাবে চিকিৎসা পরিসেবা পাবেন। এর ফলে রোগীরা দুশ্চিন্তামুক্ত হতে পারবেন এবং আর্থিক ভাবেও অনেকটা সাশ্রয় হবে।’
এই প্রসঙ্গে ডা. নারায়ণ মিত্র জানিয়েছেন, 'আসলে, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সতর্ক থাকা জরুরি। অনেক সময় দেখা যায়, শরীরকে অবহেলা করার কারণে, বড়ো কোনও রোগে আক্রান্ত হন বহু মানুষ। তাই যেমন শরীরের নিয়মিত যত্ন নেওয়া জরুরি, ঠিক তেমনই নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও জরুরি। দেখা যায়, যারা নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা করান না, তাদের শরীরে অনেক সময় রোগ-জীবাণু বাসা বাঁধে কিন্তু তা জানা যায় রোগ যখন ভয়াবহ রূপ ধারণ করে। কারণ, এমন অনেক রোগ আছে, যার উপসর্গ মেডিক্যাল চেক-আপ ছাড়া প্রাথমিক অবস্থায় বাইরে থেকে বোঝা যায় না। আর তাই স্যাটেলাইট মাধ্যমের এই স্বাস্থ্য পরিসেবা সুফলদায়ক হবে।'