প্রতি বছর সেপ্টেম্বরে পালন করা হয় ব্লাড ক্যান্সার সচেতনতা মাস। এই মাসটিতে সচেতনতা বৃদ্ধি, জনসাধারণকে শিক্ষিত করা এবং প্রাথমিক রোগ নির্ণয় করার উপর জোর দেওয়া হয়, যাতে অগণিত জীবন বাঁচতে পারে। কলকাতার ‘মেডেলা কার্কিনোস অনকোলজি ইনস্টিটিউট’ (কার্কিনোস হেলথকেয়ার কলকাতা), ব্লাড ক্যান্সার সচেতনতা মাস পালন করার জন্য একটি সচেতনতা অধিবেশনের আয়োজন করেছিল সম্প্রতি। ক্যান্সারের বিপদ কমাতে, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার জরুরি প্রয়োজনীয়তার বিষয়ে সচেতন করছে এই ইনস্টিটিউট। এই অধিবেশনে প্রতিরোধমূলক ব্যবস্থা, সময়মত রোগ নির্ণয়ের গুরুত্ব এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়েছিল।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে, ‘কার্কিনোস হেলথকেয়ার-এর পূর্বাঞ্চলের পরিচালক ডা. আখতার জাভেদ জানিয়েছেন, ‘চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে রক্তের ক্যান্সার থেকে বেঁচে থাকার হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এবং প্রিসিশন মেডিসিনের মতো চিকিৎসা রোগীদের বেঁচে থাকার হার এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য, অস্থি-মজ্জা প্রতিস্থাপন হল সেরা বিকল্পগুলির মধ্যে একটি। অস্থি-মজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। অন্যান্য চিকিৎসার বিকল্প হল কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির ব্যবহার। কেমোথেরাপিতে রক্তের ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার প্রতিরোধের ওষুধ ব্যবহার করা হয়। রেডিয়েশন থেরাপিতে ক্যান্সার কোষগুলি বিকিরণ দ্বারা ধ্বংস হয়ে যায়।'

It is important to avoid the risk of blood cancer
Dr Akhter Jawade

ডা. জাভেদ আরও জানিয়েছেন, ‘ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে, সময়মতো চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে কার্যকর ভাবে চিকিৎসা করা সম্ভব। ভারতে, যদিও বেঁচে থাকার হার উন্নত হয়েছে, তবুও আমরা এখনও বিশ্বব্যাপী গড়ের তুলনায় পিছিয়ে আছি। কারণ, বিলম্বিত রোগ নির্ণয় এবং কিছু অঞ্চলে উন্নত চিকিৎসার সীমিত সুযোগ রয়েছে। তবে, সচেতনতা, প্রাথমিক স্ক্রিনিং প্রোগ্রাম এবং অত্যাধুনিক চিকিৎসার ক্রমবর্ধমান প্রাপ্যতা এই ব্যবধান কমাতে সাহায্য করছে, রোগীদের আরও ভালোভাবে লড়াই করার সুযোগ দিয়েছে।'

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...