বোন টিউমার, সফট টিস্যু টিউমার অথবা ক্যান্সার এবং বোন মেটাস্টাসিস তুলনামূলক ভাবে বিরল রোগ।সারকোমা অথবা বোন ক্যান্সার প্রাপ্ত-বয়স্কদের সমস্ত ক্যান্সারের মধ্যে প্রায় ২ শতাংশ থাকে এবং শিশুদের সমস্ত কঠিন ক্যান্সারের মধ্যে এর পরিমাণ হল ২০ শতাংশ। এর ফলে প্রায়ই অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় এবং অন্যান্য অঙ্গে মেটাস্টাসিস হয়।

বোন ও সফট টিস্যু-সম্পর্কিত ক্যান্সার হল ক্যান্সার রোগের একটি অস্বাভাবিক রূপ। এই রোগটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান সংখ্যার বিষয়ে মণিপাল হসপিটাল সম্প্রতি সাংবাদিক সম্মেলনের  আয়োজন করেছিল। এর লক্ষ্য ছিল বোন ও সফট টিস্যু ক্যান্সারের ক্ষেত্রে লিম্ব স্পেয়ারিং সার্জারির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। বেঙ্গালুরু-র মণিপাল হসপিটাল-এর অর্থোপেডিক অঙ্কোসার্জারি-র লিড কনস্যাল্ট্যান্ট ডা. শ্রীমন্থ বি এস প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় ও মূল্যায়ন এবং এই মাস্কিওলোস্কেলিটাল টিউমারগুলির ব্যবস্থাপনায় সাম্প্রতিক অগ্রগতির উপর আলোকপাত করলেন। কয়েকজন বোন ক্যান্সার যোদ্ধাও তাদের পরিচর্যাকারীদের সঙ্গে এই অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে এই রোগকে পরাজিত করার জন্য তাদের সংগ্রাম ও সাহসের কাহিনী জানিয়েছেন।

Dr. Srimanth B S

ক্ষতিকর নয় এমন টিউমার, সফট টিস্যু ও বোনের ম্যালিগন্যান্ট টিউমার এবং মেটাস্টাসিক টিউমারের মতো তিন প্রকারের রোগে আক্রান্ত গড়ে ১০০-১২০ রোগীর চিকিৎসা করে (প্রতি বছর) মণিপাল হসপিটাল । এগুলি হল মাস্কিওলোস্কেলিটাল সিস্টেমে ছড়িয়ে পড়া অন্যান্য বিভিন্ন ক্যান্সারের ফল।এই রোগীদের বিভিন্ন ধরণের চিকিৎসা করার প্রয়োজন হয়, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার। এক্স-রে, এমআরআই স্ক্যান, বায়োপসি এবং পিইটি স্ক্যানের মতো বিভিন্ন স্ক্রিনিং পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি অন্যান্য ধরণের ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়মিত স্ক্রিনিং করার মাধ্যমে স্কেলিটাল সিস্টেমের বিভিন্ন অংশে এই টিউমারগুলির সনাক্তকরণ করা হয়। ব্যথা, ফুলে যাওয়া, এমনকি কখনও কখনও অকারণে অথবা খুব তুচ্ছ কারণে হাড় ভেঙে যাওয়া এই সমস্যাগুলি সনাক্ত করার তিনটি সবচেয়ে সাধারণ উপায়।

মাস্কিওলোস্কেলিটাল টিউমারের ব্যবস্থাপনায় সাম্প্রতিক দশকগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু এখন চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে আছে ফাংশন-প্রিজারভিং রিসেকশন এবং জটিল অঙ্গ-পুনর্গঠন। অঙ্গ-প্রত্যঙ্গ ও প্রাণহানি রোধ করতে প্রথম দিকেই এই ধরণের ক্যান্সারের সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...