অর্থোপেডিক, নিউরোলজি, অঙ্কোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, রিউমাটোলজি, ইন্টারনাল মেডিসিন, ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রে রোগীদের সঠিক উপায়ে পরিষেবা দিতে পারে পেইন ম্যানেজমেন্ট বিভাগ। ব্যথা উপশমের মূলমন্ত্র নিয়ে কাজ করা চিকিৎসা ক্ষেত্রের পেশাদারদের একটি দল ৯ জুলাই, ১৯৮৪ সালে বারাণসীতে ইন্ডিয়ান সোসাইটি ফর স্টাডি অফ পেইন (ISSP) গঠনের জন্য একত্রিত হয়েছিলেন। অলাভজনক এবং পেশাদার সংস্থা ISSP-এর জন্মকে চিহ্নিত করার জন্য এই দিনটিকে পেইন ফাউন্ডেশন ডে হিসেবে পালন করা হয় যা পেইন মেডিসিন নিয়ে কর্মরত চিকিৎসা ক্ষেত্রে পেশাদারদের প্রতিনিধিত্ব করে। এই সংস্থা পেইন মেডিসিনে রোগীর যত্ন, সচেতনতা, প্রশিক্ষণ এবং গবেষণার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ধরনের ব্যথার সমস্যারই সমাধানের জন্য পেইন ম্যানেজমেন্টের প্রয়োজন, এমন রোগীদের জন্য একটি ‘কমপ্রিহেনসিভ পেইন ক্লিনিক’ চালু করেছে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, কলকাতা। এই হসপিটাল-এর পেইন ক্লিনিক এক ছাদের নিচে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের একটি অভিজ্ঞ দলকে একত্রিত করছে। বিশেষজ্ঞদের দ্বারা এবং বিশ্বমানের সুবিধাযুক্ত ক্লিনিকটি রোগীদের জন্য সর্বোত্তম ফলাফল প্রদানের লক্ষ্যে কাজ করবে। এই বিষয়ে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, কলকাতার স্পাইন সার্জারি বিভাগের ডিরেক্টর ডা. আবরার আহমেদের মতে, ‘কোভিডের প্রভাবের মধ্যে একটি হল, বিপুল সংখ্যক লোক বাড়ি থেকে কাজ (WFH) করা শুরু করেছেন। কিন্তু মুশকিল হল এই যে, অনেকেই খুব খারাপ ভঙ্গিতে কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করার বদভ্যাস তৈরি করে নিয়েছেন। এর ফলে স্থূলতার সমস্যা যেমন বাড়ছে, ঠিক তেমনই পিঠের নিম্ন ভাগে ব্যথার (এলবিপি) ঘটনাও বাড়ছে। তাই,  এলবিপিতে আক্রান্ত ব্যক্তিদের এগিয়ে এসে পেইন ক্লিনিকের সঙ্গে পরামর্শ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

অ্যাপোলো অ্যানেস্থেশিয়ার এইচওডি ডা. তন্ময় দাস জানান, ‘আধুনিক ওষুধে পেইন ম্যানেজমেন্টকে আলাদা বিশেষত্ব এবং একটি সুপার স্পেশালিটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেইন ক্লিনিক এই পরিষেবার মেরুদণ্ড এবং কেন্দ্রবিন্দু। পেইন ম্যানেজমেন্ট-এ বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথমে রোগীর ব্যথার পিছনের কারণ খুঁজে বের করেন এবং ব্যথার কারণের উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করেন। প্রাথমিকভাবে ওষুধ দিয়ে এবং তারপরে পেইন ম্যানেজমেন্টের ইন্টারভেনশনাল কৌশলকে  মাধ্যম করে চিকিৎসা প্রদান করেন। ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট পদ্ধতি হল বিশেষ কৌশল, যা সবচেয়ে ন্যূনতম উপায়ে করা হয়। এই আধুনিক পেইন ম্যানেজমেন্টের সাফল্যের হার অনেক বেশি এবং এটি বেশ সুরক্ষিত। তাই এই কৌশল এবং অস্ত্রোপচারের ইন্টারভেনশন্সের তুলনায়, জটিলতার হার অনেক কম যা রোগীদের জন্য খুবই উপকারী।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...