৪৩ বছর বয়সি ঝাড়খণ্ডের এক পুরুষ রোগী অগ্ন্যাশয়ের ব্যথায় ভুগছিলেন। দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিসের কারণে প্লীহা এবং লিভার-এর প্রধান রক্তনালীগুলি থ্রম্বোসড (অবরুদ্ধ) হয়ে গিয়েছিল। এর ফলে রক্ত ​​বমিও হয়। একটি বড়ো সিস্টও তৈরি হয়েছিল, যা এই ব্যথার কারণ ছিল। প্যানক্রিয়াটাইটিস-এর ফলে ওই রোগীর ডায়াবেটিসও ছিল। এই ব্যথা কোনও ওষুধ দিয়ে উপশম হচ্ছিল না।  এরপর ওই রোগী ডা. সঞ্জয় মন্ডল-এর কাছে আসেন এবং তিনি ও তাঁর টিম সবরকম পরীক্ষানিরীক্ষার পর, অস্ত্রোপচার করেন। কিন্তু, অসুখ জটিল রূপ নিয়েছিল,তাই অস্ত্রোপচারও খুব ঝুঁকিপূর্ণ ছিল। অবশ্য,শেষ পর্যন্ত অস্ত্রোপচার সফল হয় এবং রোগী নতুন জীবন ফিরে পান।

আসলে, দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস পেটে তীব্র ব্যথা সৃষ্টি করে। এটি একটি প্রদাহজনক ব্যাধি যা অ্যাট্রোফি এবং ফাইব্রোটিক টিস্যু দ্বারা প্রতিস্থাপনের কারণে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন প্যানক্রিয়াটিক প্যারেনকাইমার অপরিবর্তনীয় ক্ষতির দিকে পরিচালিত করে।

যাইহোক,যথাযথ সতর্কতার সঙ্গে দীর্ঘ ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর রোগী ব্যথামুক্ত এবং সুস্থ হয়ে উঠছেন। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণও সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হল, অগ্নাশয়ের এই অসুখটি আসলে কী এবং কীভাবে এর চিকিৎসা করা হয়? এই বিষয়ে ডা. সঞ্জয় মণ্ডল জানিয়েছেন বিশদে। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ বছর ভোগার পরে, অগ্ন্যাশয়ের জটিল অস্ত্রোপচারের পরে স্বস্তি পান ওই ঝাড়খণ্ডের রোগী। মুকুন্দপুরের এএমআরআই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অঙ্কোসার্জারি এবং অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন ডা. সঞ্জয় মণ্ডল-এর নেতৃত্বে,জটিল অস্ত্রোপচারের পরে ঝাড়খণ্ডের ওই রোগী সুস্থ হয়ে ওঠেন।

তীব্র প্যানক্রিয়াটাইটিস হল অগ্ন্যাশয়ের প্রদাহ, যা দ্রুত জটিল রূপ নেয়। অগ্ন্যাশয় একটি ছোটো অঙ্গ, যা হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তীব্র প্যানক্রিয়াটাইটিস কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান হয়ে যায়, কিন্তু গুরুতর ক্ষেত্রে সম্ভাব্য মারাত্মক জটিলতা হতে পারে।

Health
Dr. Sanjoy Mandal

অগ্ন্যাশয় হল পেটের উপরের অংশের পিছনে একটি সমতল গ্রন্থি। এটি হজমের এনজাইম এবং হরমোন তৈরি করে, যা শরীরের গ্লুকোজ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তীব্র প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে সাধারণ কারণ হল পিত্তথলির পাথর, যা পিত্ত বা অগ্ন্যাশয়ের নালীতে জমা হতে পারে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে। অন্যান্য সাধারণ কারণগুলির মধ্যে অত্যধিক অ্যালকোহল ব্যবহার, জেনেটিক অবস্থা এবং নির্দিষ্ট ওষুধের ব্যবহারের ফলে হতে পারে। অগ্ন্যাশয় পাচক এনজাইম উৎপাদন সহ অনেক কাজ করে। উপসর্গগুলির মধ্যে রয়েছে উপরের পেটের মাঝখানে ব্যথা, বমি এবং ডায়রিয়া।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...