মাথা যখন আছে, যন্ত্রণা হতেই পারে। সারা জীবনে একবারও মাথা যন্ত্রণা হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। এখন বিষয়টা হচ্ছে, মাথা যন্ত্রণা কেন হয়? মাথা যন্ত্রণা হলেই অনেকে পেইন কিলার খেয়ে নেন। যা একেবারে স্বাস্থ্যবিরুদ্ধ। হতে পারে কোনও সাধারণ কারণে আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে। কিন্তু যদি মাথা যন্ত্রণা কোনও কঠিন রোগের উপসর্গ হয়, তাহলে সে ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। ডা. হাসিব হাসান এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সম্প্রতি।

কী ধরনের মাথা যন্ত্রণার ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ জরুরি?

হঠাৎ হঠাৎ তীব্র, অসহ্য মাথা যন্ত্রণা,জ্বর, বমি, তন্দ্রাচ্ছন্নতা বা শরীরের কোনও অংশের দুর্বলতার সঙ্গে যুক্ত মাথা যন্ত্রণা,  ক্রমশ বাড়তে থাকা মাথা যন্ত্রণা, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে দৃষ্টির সমস্যা, চোখ বেঁকে যাওয়া, একটানা মাথা যন্ত্রণা, মাথা ঘোরার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা, তিন মাসের বেশি সময় ধরে চলা যে-কোনও ধরনের মাথা যন্ত্রণা প্রভৃতি।

মাথা যন্ত্রণা মানেই কি ব্রেন টিউমার?

না। মাথা যন্ত্রণার কারণ বহুবিধ। তার মধ্যে সব থেকে প্রধান হল মাইগ্রেন। এটা একটা ভুল ধারণা যে,শুধু টিউমার থেকেই মাথা যন্ত্রণা হয়। মাথা যন্ত্রণা যাদের হয়, তাদের মধ্যে ১ শতাংশেরও কম জনের ব্রেন টিউমার থাকে।

মাইগ্রেন কী?

মাইগ্রেন একটি অবস্থা যেখানে ব্রেনের কিছু রাসায়নিক অসামঞ্জস্যের কারণে মাথা যন্ত্রণা হয়। শারীরিক ধকল, বেশিক্ষণ রোদে থাকা, চকোলেটের মতো কিছু বিশেষ খাবার এবং খিদে চেপে থাকা মাইগ্রেনের যন্ত্রণা বাড়ায়। মাথার একদিকে বা মাথার সামনের দিকে হালকা যন্ত্রণা থেকে এর সূত্রপাত এবং ক্রমশ তা বাড়তে থাকে। এর সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিতে পারে। মাথা যন্ত্রণা বাড়তে শুরু করলে বমিও হতে পারে। সাধারণত দিনে কয়েক ঘন্টার জন্য এই মাথার যন্ত্রণা হয় এবং পেইন কিলার খেয়ে এবং ঘুমিয়ে তা সেরেও যায়। কখনও এই ব্যথা টানা দু-তিন দিনের জন্যও স্থায়ী হতে পারে। সাধারণত অনিয়মিত ভাবে এই মাথা যন্ত্রণা হয়। তবে তীব্র মাইগ্রেনের ক্ষেত্রে প্রতিদিনই মাথা যন্ত্রণা হতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...