পরিবেশ দূষণের কারণে কিংবা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার প্রভৃতির অতিরিক্ত ব্যবহারের ফলে ক্রমশ বাড়ছে চোখের সমস্যা। এখন ছোটো থেকেই চশমা পরতে হচ্ছে অনেককে। আর কোভিড পরবর্তী সময়ে এই সমস্যা বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। আমরা সবাই জানি যে, দৃষ্টিশক্তি যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে তা কতটা অস্বস্তিকর! চশমা কিংবা কন্টাক্ট লেন্স ব্যবহার করার বিষয়টিও যে কতটা বিড়ম্বনার, তাও জানেন ব্যবহারকারীরা। কিন্তু যদি চশমা কিংবা কন্টাক্ট লেন্স থেকে স্থায়ী ভাবে মুক্তি পাওয়া যায়, তাহলে তা যে খুবই আনন্দের বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কীভাবে মুক্তি পাবেন চশমা কিংবা কন্টাক্ট লেন্স-এর ব্যবহারের বিড়ম্বনা থেকে?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, চশমা এবং কন্টাক্ট লেন্স থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে, পূর্ব ভারতে প্রথমবার ‘SMILE’ -লেজার রিফ্র্যাক্টিভ কারেকশন সার্জারি' চালু করেছে ‘ত্রিনেত্রালয়’। ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) অনুমোদিত এই লেজার ভিশন প্রযুক্তি মায়োপিয়া এবং দৃষ্টির সমস্যা সংশোধন করতে ব্যবহৃত হয়। এটি স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। কলকাতার মৌলালি অঞ্চলে অবস্থিত ‘ত্রিনেত্রালয়’ আই কেয়ার সেন্টার-এর মেডিক্যাল ডিরেক্টর ডা. পার্থ বিশ্বাস এই প্রযুক্তিটির বিষয়ে বিশদে জানালেন সম্প্রতি।

SMILE
Dr. Partha Biswas

স্মল ইনসিশন লেন্টিকুল এক্সট্রাকশন, যা SMILE নামে পরিচিত, এই লেজার রিফ্র্যাক্টিভ পদ্ধতির একটি অত্যাধুনিক প্রযুক্তি, যার কিছু অনন্য সুবিধেও রয়েছে। যেমন--

  • যারা আগে ল্যাসিক থেকে বঞ্চিত ছিলেন, তাদের মধ্যে কিছু লোকের জন্য ‘স্মাইল’ একটি চমকমুক্ত বিশ্ব নিয়ে আসে।
  • SMILE একটি ব্লেড-ফ্রী পদ্ধতি। প্রতিসরণ সংশোধনের জন্য একটি সুনির্দিষ্ট ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করা হয়।
  • স্মাইল একটি ফ্ল্যাপলেস পদ্ধতি এবং ফ্ল্যাপ সংক্রান্ত সমস্ত জটিলতা এড়ানো যায়।
  • স্মাইল কর্নিয়ার শক্তি বজায় রাখতে এবং ইকটেসিয়াস হওয়ার সম্ভাবনা কমাতে ভালো।
  • এই সার্জারি খুব-ই সহজ একটি পদ্ধতিতে করা হয়, তাই রোগীর আরাম বেশি হয় এবং চোখ কম শুষ্ক হয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- SMILE দ্রুত স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়।  এই প্রসঙ্গে ডা. পার্থ বিশ্বাস জানিয়েছেন, ‘পূর্ব ভারতের জনগণকে ‘স্মাইল - লেজার রিফ্র্যাক্টিভ কারেকশন সার্জারি’ প্রদান করা আমাদের কাছে আনন্দের বিষয়। কারণ,  চশমা এবং কন্টাক্ট লেন্স মুক্ত বিশ্বের আনন্দ এখন পাওয়া যাচ্ছে এই কলকাতা শহরের আই কেয়ার সেন্টার ‘ত্রিনেত্রালয়’-এ। খুবই সাশ্রয়ী মূল্যে এবং এর জন্য কাউকে এই রাজ্যের সীমানার বাইরে দূর-দূরান্তে ভ্রমণও করতে হবে না। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন রোগীর উপর অস্ত্রোপচার করেছি এবং তারা পরের দিন থেকে তাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।'

ডা. বিশ্বাস আরও জানিয়েছেন, ‘স্মল ইনসিশন লেন্টিকুল এক্সট্রাকশন’ বা SMILE একটি পরীক্ষিত এবং নিরাপদ প্রযুক্তি। এই সার্জারির সুবিধে নেওয়ার পরের দিন থেকেই  ল্যাপটপ, মোবাইল ফোন এত্যাদি যেমন ব্যবহার করতে পারবেন রোগী, ঠিক তেমনই খেলাধুলা বা সাঁতার কাটার ক্ষেত্রেও কোনও অসুবিধা হয় না। তাই বলা যায়, SMILE পূর্ব ভারতে চোখের চিকিৎসার ক্ষেত্রে প্রায় বিপ্লব ঘটাতে শুরু করেছে এখন।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...