আজকের এই কনজিউমারিজম-এর যুগে প্রতিটি মানুষই অত্যাধুনিক লাইফ-লিড করতে অভ্যস্ত। চারপাশে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের হাতছানি এবং প্রলোভনে সাড়া দিতে গেলে উপার্জন ও সঞ্চয়ের সামঞ্জস্য রাখাটা জরুরি। যাতে ভবিষ্যৎ অবসর জীবনেও স্ট্যান্ডার্ড  অফ লিভিং হ্রাস না করেও জীবনযাপন করা যায়৷ তারই প্রস্তুতি হিসাবে সময় থাকতে সঞ্চয়ের অভ্যাস গড়া প্রয়োজন।

বিন্দু বিন্দু জলে সিন্ধু। ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নে সঞ্চয়ের অভ্যাসও অনেকটা সেই রকমই। ছোটো ছোটো সঞ্চয় একত্রিত হয়ে একদিন বড়ো মূলধনে পরিণত হয়। হয়ে ওঠে আপনার এবং গোটা পরিবারের সুরক্ষা কবচ।

সঞ্চয়ের ক্ষেত্রে গৃহকর্ত্রীদের ভূমিকা অনস্বীকার্য। মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে সংসার চালানোর পাশাপাশি জীবনযাপনের নানা শর্তপূরণ করতে হয়। আধুনিক লাইফস্টাইলের অনুসারী হতে হয়। অথচ, সুরক্ষিত ভবিষ্যতের প্রশ্নটাকেও অবজ্ঞা করার নয়। এহেন পরিস্থিতিতে বিভিন্ন খাত থেকে অল্প অল্প অর্থ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য তুলে রাখার দায়িত্বটা পরিবারের মহিলাদেরই।

সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে। যার সুফল নিতেই পারেন মহিলারা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন বয়স ও আয়ের নিরিখে সঞ্চয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা করাটা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। কীভাবে, সেটাই তুলে ধরা হল।

মান্থলি ইনকাম স্কিম

মান্থলি ইনকাম স্কিম-এ টাকা জমানোর সবচেয়ে ভালো মাধ্যম পোস্ট অফিস। এই ক্ষেত্রে সিঙ্গল অ্যাকাউন্ট-এ ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং ডাবল অ্যাকাউন্ট-এ ১০লক্ষ টাকা জমানোর স্কিম চালু আছে। প্রয়োজন হলে এই টাকা আপনি যখন খুশি তুলে নিতেও পারেন। তবে রাখতে পারলে অনেক বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে এবং আপনার অবর্তমানে ওই টাকা পাবে নমিনি। তবে এই জেনারেল সেভিংস্ ছাড়াও রয়েছে ‘সিনিয়র সিটিজেন প্ল্যান’। এই স্কিম-এ ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। এক্ষেত্রে ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন এবং সুদের জমা টাকা প্রত্যেক পাঁচ মাস বাদে আপনার অ্যাকাউন্ট-এ যুক্ত হবে। পাঁচ বছর পূর্ণ হলে অতিরিক্ত তিন বছর চালু রাখতে পারবেন এই অ্যাকাউন্ট৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...